Advertisement

IPL 2024 KKR vs SRH: SRH-কে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে KKR, আহমেদাবাদে দাপট দুই আইয়ারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরসুমে প্লে অফের লড়াই শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

কেকেআর
Aajtak Bangla
  • আহমেদাবাদ ,
  • 21 May 2024,
  • अपडेटेड 10:50 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরসুমে প্লে অফের লড়াই শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ফাইনালে চলে গেল কলকাতা

৩৮ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা। দারুণ ইনিংস দুই আইয়ারের। শেষ চার বলে ৩টে ছক্কা মেরে খেলা শেষ করে দিলেন শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার। আরও একবার বোঝা গেল ঠিক কী কারণে কলকাতা শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল। শুরু থেকেই হায়দরাবাদকে দাঁড়াতে দেননি কেকেআর বোলাররা। তারপর ব্যাট হাতেও সফল কেকেআর। 

১০০ পেরল কেকেআর

দারুণ ছন্দে কলকাতা। বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ার। 

উইকেট হারাল কেকেআর

আউট হলেন নারাইন। ৭৪ রানে ২ উইকেট হারাল KKR। বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি। 

রান আটকাতে ব্যর্থ হায়দরাবাদ

৫ ওভারের আগেই ৫০ পেরিয়ে গেল কেকেআর। দারুণ ছন্দে ভেঙ্কটেশ। 

আউট গুরবাজ

৪৪ রানে প্রথম উইকেট হারাল কলকাতা। নটরাজনের বলে আউট গুরবাজ। 

রান তাড়া করতে নেমে ভাল শুরু কেকেআর-এর

আক্রমণের রাস্তা থেকে সরছে না কেকেআর। ৩ ওভারে বিনা উইকেটে ৪৪ রান কলকাতার। 

১৬০ রানের টার্গেট কেকেআর-এর সামনে

দারুণ বোলিং কলকাতার। ১৫৯ রানে অল আউট SRH। রাসেলের বলে ৩০ রান করে আউট প্যাট কামিন্স।

১৫০ পেরল SRH

৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে ফেলল হায়দরাবাদ। 

৯ উইকেট হারিয়ে ফেলল হায়দরাবাদ

Advertisement

দুর্দান্ত বোলিং কলকাতার, ১২৬ রানে ৯ উইকেট হারাল SRH

ফের উইকেট হর্ষিতের

আউট হলেন সামাদও, দারুণ বোলিং কেকেআর-এর। ১২৫ রানে আট উইকেট হারাল হায়দরাবাদ।

৭ উইকেট হারিয়ে ফেলল SRH

বোল্ড হলেন সাবির সিং। ৭ উইকেট হারিয়ে ফেলল হায়দরাবাদ। দারুণ ছন্দে কেকেআর। 

রান আউট রাহুল ত্রিপাঠি

১২১ রানে ৬ উইকেট হারাল হায়দরাবাদ। ১২১ রানে ৬ উইকেট হারাল তারা। 

উইকেট হারাল SRH

অর্ধেক হায়দরাবাদ দল প্যাভেলিয়ানে। আউট হলেন হেরনি ক্লাসেন। দারুণ বোলিং বরুণ চক্রবর্তীর। 

হাফ সেঞ্চুরি রাহুল ত্রিপাঠির

৩১ বলে হাফ সেঞ্চুরি রাহুল ত্রিপাঠির। 

৫০ পেরল হায়দরাবাদ

সাত ওভারে ৫০ পেরিয়ে গেল SRH। চার উইকেট হারিয়ে ফেলেছে তারা। বড় ইনিংস খেলতে হবে ক্লাসেনকে। 

প্রথম বলেই আউট শাহবাজ

৩ উইকেট স্টার্কের। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলল হায়দরাবাদ। 

আউট নিতীশ রেড্ডি

৩৯ রানে ৩ উইকেট হারাল হায়দরাবাদ। 

ফের উইকেট হারাল SRH

আউট হলেন অভিষেকও। দারুণ ক্যাচ আন্দ্রে রাসেলের। ১৩ রানে দুই উইকেট হারাল SRH। 

প্রথম ওভারেই উইকেট 
বোল্ড ট্রাভিস হেড। স্টার্কের প্রথম ওভারেই এল উইকেট। ০ রানে ১ উইকেত হারাল SRH। 

দেখুন সেই উইকেট

দুই দলে কারা?

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকুল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।


সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, নীতীশ রেডিড, রাহুল ত্রিপাঠি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সানভির সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত ব্যাসকান্ত, টি নটরাজন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement