Advertisement

Kolkata Knight Riders: রিঙ্কু তুলোধনা করলেন, ২৫ কোটির স্টার্ককে নিয়ে চিন্তা বাড়ল KKR-এর

এবারের আইপিএল-এর (IPL 2024) সবচেয়ে দামি ক্রিকেটার মিশেল স্টার্ক (Mitchell Starc)। রবিবার কলকাতায় পা রেখেই সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েন বাঁ হাতি পেসার। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মঙ্গলবারের অনুশীলন ম্যাচে কিন্তু তিনি হতাশই করলেন বলা চলে। রিঙ্কু সিং (Rinku Singh)-এর ব্যাটিং-এর সামনে দিশেহারা লেগেছে অজি বোলারকে।  

নিতীশ রানা মিচেল স্টার্ককে স্বাগত জানিয়েছেন। সৌজন্যে: কেকেআর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2024,
  • अपडेटेड 9:20 AM IST
  • ৪ ওভারে দিলেন ৪০ রান
  • নিলেন এক উইকেট

এবারের আইপিএল-এর (IPL 2024) সবচেয়ে দামি ক্রিকেটার মিশেল স্টার্ক (Mitchell Starc)। রবিবার কলকাতায় পা রেখেই সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েন বাঁ হাতি পেসার। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মঙ্গলবারের অনুশীলন ম্যাচে কিন্তু তিনি হতাশই করলেন বলা চলে। রিঙ্কু সিং (Rinku Singh)-এর ব্যাটিং-এর সামনে দিশেহারা লেগেছে অজি বোলারকে।  

এদিনও টিম গোল্ড এবং টিম পার্পেল দুই দলে ভাগ হয়ে আরও একটি অনুশীলন ম্যাচ খেললেন কেকেআর ক্রিকেটাররা। সেখানেই টিম পার্পেলের হয়ে মাঠে নামেন স্টার্ক। ৪ ওভারে ৪০ রান দিয়ে মাত্র একটি উইকেট ২৫ কোটির স্টার্কের ঝুলিতে। এতে আশঙ্কার যথেষ্ট কারণ দেখছেন কেকেআর ফ্যানরা। তবে সবে তিনি কলকাতায় এসেছেন। ফলে কিছুটা সময় লাগবে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। যদিও সময় হাতে খুব বেশি নেই। দ্রুত নিজেদের ফর্মে ফিরতে হবে নাইটদের। ২৩ মার্চ প্রথম ম্যাচে নামছেন শ্রেয়াস আইয়াররা। তবে স্টার্কের যে বলে আফগান উইকেটকিপার ব্যাটার রহমনুল্লাহ গুরবাজ এল বি ডব্লিউ আউট হলেন তা নিয়ে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

দেখুন গুরবাজের উইকেট

প্রথম দুই ওভারে অনবদ্য বল করেন স্টার্ক। এদিন প্রথমে ব্যাট করতে নেমে টিম গোল্ড ১৮৮ রান তোলে। এদিনও দারুণ ব্যাট করেন তরুণ অংকৃষ। তিনি ৩৬ রান করেন। মনীশ পান্ডে যদিও ব্যর্থ। ১৭ রান করে আউট হন।


অনুশীলন ম্যাচ খেলেননি শ্রেয়াস
মঙ্গলবার শ্রেয়াস ম্যাচে অংশ না নিলেও, সোমবার ঐচ্ছিক অনুশীলনে এক ঘন্টারও বেশি সময় ব্যাট করেন তিনি। এদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুটা দারুন করেন ওপেনার ফিল সল্ট (৫১)। পরপর দুটি অনুশীলন ম্যাচেই দারুণ ব্যাটিং করলেন তিনি। এছাড়া ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন কেএস ভারত। শেষ দিকে বেঙ্কটেশ আইয়ারের ২১ এবং রমনদ্বীপের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্য জয়ের কাছে টিম পার্পেল লক্ষ্যে পৌঁছে যায়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement