ঘরের মাঠে আইপিএল-এর (IPL 2024) অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঘরের মাঠে প্রথম ম্যাচে শ্রেয়স আইয়রদের (Shreyas Iyer) সামনে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্রথম ম্যাচে নামার আগে সতর্ক কেকেআর অধিনায়ক । তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী শ্রেয়স। ম্যাচের আগে আলাদা করে দলের শক্তি-দুর্বলতা বাছতে চাইলেন না তিনি। তবে জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে প্রত্যাশা বেশিই রয়েছে কেকেআর অধিনায়কের।
নাইট ক্যাপ্টেন বলেন, 'প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভাল ছন্দে রয়েছে এটাই বড় পাওনা। অনুশীলন ম্যাচেও সবাইকে ভাল ছন্দে দেখেছি। দলের বৈঠকে অনেকেই নিজেদের মতামত দেয়। আমাদের দলের সংহতি অনেক ভাল। শুরুতেই বিরাট প্রত্যাশা রাখছি না। প্রথম ম্যাচে ভাল খেললে এমনিই আত্মবিশ্বাস এসে যাবে। আলাদা করে দলে কোনও এক্স ফ্যাক্টর নেই। গতবার রিঙ্কু পাঁচ ছক্কা মেরে শিরোনামে এল। ভারতের হয়েও ভাল খেলল। ওর থেকে প্রত্যাশা থাকবে। তবে মরশুমের শুরুতে সবার কাছেই একই রকম প্রত্যাশা রয়েছে।'
দলে মিচেল স্টার্ক বাদে সেরকম ভাল জোরে বোলার নেই। শ্রেয়স অবশ্য তা মানতে চাইলেন না দল নিয়ে আত্মবিশ্বাসী। বলেন, 'দলের বোলিংকে বিভাগকে দেখলে বুঝতে পারা যাবে অভিজ্ঞতা রয়েছে। দুটো আইপিএল খেলা মানেই অভিজ্ঞতা থাকবে। সবে মরসুমের শুরু। কার মানসিকতা কীরকম সেটা বোঝার সময় এখনও রয়েছে। ভবিষ্যতের দিকে এখনই তাকাতে চাই না। স্টার্ক আসায় অনেক সুবিধা হয়েছে। পাওয়ার প্লে, মাঝের ওভার বা শেষের দিকেও ওকে ব্যবহার করতে পারি। বিশ্বকাপ জিতে অনেক আত্মবিশ্বাসী হয়ে এসেছে। অনেক অভিজ্ঞতা রয়েছে। তরুণদের জন্যেও ভাল।'
তবে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে বা কারা ওপেন করবেন তা নিয়ে মুখ খুলতে চাইলেন না শ্রেয়স। দলে গুরবাজ জেম্ন আছেন, তেমনই রয়েছেন ফিল সল্টও। এই নিয়ে কেকেআর অধিনায়ক বলেন, 'দু’জনেই দারুণ ব্যাটার। সব দেশে গিয়ে টি-২০ খেলে। পারফরম্যান্সও দুর্দান্ত। এখনও পরিকল্পনা করিনি। এরপর টিম মিটিং রয়েছে। সেখানেই ঠিক হবে কে খেলবে। কালকেই আপনারা জানতে পারবেন।'