Advertisement

IPL 2024: 'লজ্জাজনক...' রাহুলকে গোয়েঙ্কার অপমানের ঘটনায় তীব্র প্রতিবাদ শামির

হায়দরাবাদের কাছে ম্যাচ হারের পর কেএল রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কার ধমক দেওয়া নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া। কোনও ক্রিকেটার এ ব্যাপারে মুখ না খুললেও, প্রতিক্রিয়া দিলেন মহম্মদ শামি। ভারতীয় দলের এই ফাস্ট বোলার ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ভারতিয় দলের সতীর্থ রাহুলের পাশেই দাড়িয়েছেন। পাশাপাশি লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ভর্ৎসনা করতেও ছাড়েননি। 

মহম্মদ শামি, সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2024,
  • अपडेटेड 5:05 PM IST

হায়দরাবাদের কাছে ম্যাচ হারের পর কেএল রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কার ধমক দেওয়া নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া। কোনও ক্রিকেটার এ ব্যাপারে মুখ না খুললেও, প্রতিক্রিয়া দিলেন মহম্মদ শামি। ভারতীয় দলের এই ফাস্ট বোলার ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ভারতিয় দলের সতীর্থ রাহুলের পাশেই দাড়িয়েছেন। পাশাপাশি লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ভর্ৎসনা করতেও ছাড়েননি। 

শামি মনে করেন, সঞ্জীব গোয়েঙ্কার উচিত ছিল, বিষয়টা ভালভাবে সামাল দেওয়া। তিনি বলেন, 'খেলোয়াড়দের সম্মান করা উচিত। আপনি দলের মালিক। আপনিও সম্মাননীয় ব্যক্তি। অনেকে আপনাকে দেখে শেখার চেষ্টা করে। তাই এই ধরনের ঘটনা যদি ক্যামেরার সামনে ঘটে তা হলে সেটা ঠিক নয়। লজ্জা হওয়া উচিত।' মাঠে দাঁড়িয়ে দলের ক্যাপ্টেনের এমন অপমান করা উচিত নয় বলেও মত তাঁর। আমি আরও বলেন, 'কিছু বলার থাকলে তিনি ড্রেসিংরুমে বা টিম হোটেলে গিয়ে বলতে পারতেন। মাঠেই বলতে হবে এমন কোনও মানে নেই।'  

হিন্দিতে এই খবর পড়তে ক্লিক করুন  

ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। সব সময় পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট চলে না। এমনটাই মনে করেন ভারতীয় দলের ফাস্ট বোলার। তিনি বলেন, 'রাহুল দলের অধিনায়ক। ক্রিকেট দলগত খেলা। যদি ওর পরিকল্পনা কাজে না লাগে সেটা একা ওর দোষ নয়। ক্রিকেটে যা কিছু হতে পারে। কিন্তু প্রত্যেককে সম্মান দেওয়া উচিত। এ ভাবে কথা বলা ঠিক নয়। এই ঘটনা থেকে ভুল বার্তা যাচ্ছে।'

বুধবার লখনউয়ের দেওয়া ১৬৫ রানের টার্গেট মাত্র ৯ ওভার চার বলেই তাড়া করে ফেলে হায়দরাবাদ। ৬২ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচ। এটাই মেনে নিতে না পেরে মাঠের মধ্যেই কেএল রাহুলকে ভর্ৎসনা করেন সঞ্জীব গোয়েঙ্কা। ামির পাশাপাশি ধারাভাষ্যকারদেরও মনে হয়েছে, এমন করাটা ঠিক হয়নি সুপার জায়েন্ট মালিকের।   

Advertisement

এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা দূরে রয়েছেন শামি। চোটের জন্য ওডিআই বিশ্বকাপের পর আর খেলতে পারেননি তিনি। কিছুদিন আগে তাঁর পায়ে অস্ত্রপচারও হয়েছে।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement