Advertisement

IPL 2024 MS Dhoni DRS: ফের হিট'ধোনি রিভিউ সিস্টেম', আম্পায়ারের ভুল ধরালেন মাহি

চলতি আইপিএল (IPL 2024) মরসুমে গতকালের মাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giant) বিরুদ্ধে তাঁদের মাঠেই খেলতে নামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ম্যাচটিতে আট উইকেটে পরাজিত হয় চেন্নাই। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ইনিংসটি সব থেকে বেশি আলোচনার মধ্যে আসে। মাত্র নয় বলে ২৮ রান করেন তিনি। তার মধ্যে তিনটি চার ও দুটি অসাধারন ছক্কা ছিল।  এই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ৩১১। 

এমএস ধোনি (@বিসিসিআই/আইপিএল)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2024,
  • अपडेटेड 2:53 PM IST

চলতি আইপিএল (IPL 2024) মরসুমে গতকালের মাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giant) বিরুদ্ধে তাঁদের মাঠেই খেলতে নামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ম্যাচটিতে আট উইকেটে পরাজিত হয় চেন্নাই। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ইনিংসটি সব থেকে বেশি আলোচনার মধ্যে আসে। মাত্র নয় বলে ২৮ রান করেন তিনি। তার মধ্যে তিনটি চার ও দুটি অসাধারন ছক্কা ছিল।  এই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ৩১১। 

তাঁর ইনিংস চলাকালীন, ধোনি আরও একবার প্রমাণ করলেন যে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে তাঁর আশেপাশে কেউ নেই। তার ইনিংসের সময়, ১৯তম ওভারে ওয়াইড বলের রিভিউ নেন তিনি। মহসিন খানের সেই ওভারে প্রথম বলটি ছিল ওয়াইড। এর পর পরের বলটিও অফ-স্টাম্পের বাইরে করেন মহসিন, যদিও এবার ওয়াইড দেননি মাঠের আম্পায়ার। এরপর ধোনি  রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। থার্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড রিপ্লেতে দেখেন যে বলটি লাইনের বাইরে ছিল এবং এটাকে ওয়াইড বল ঘোষণা করেন। 

ক্রিকেট বিশেষজ্ঞরা ডিআরএসকে ধোনি রিভিউ সিস্টেম  নামে ডাকেন। ডিআরএস, যার পুরো কথা ডিসিশন রিভিউ সিস্টেম। ধোনি রিভিউ সিস্টেম বলার কারণ, ডিআরএস-এর ক্ষেত্রে ধোনির বিশেষ দক্ষতা রয়েছে। ডিআরএস হল এক পদ্ধতি যেখানে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায়। অ্যাকশন রিপ্লে দেখে পুনরায় সিধান্ত নেন থার্ড আম্পায়ার।  মহেন্দ্র সিং ধোনি যখন ডিআরএস নেন তখন বেশির ভাগ সময় দেখা গেছে তিনিই ঠিক। আম্পায়ারকে বারংবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে।

এই মরসুমের আইপিএলএ ধোনি মোট সাত ইনিংসে ৮৭ রান করেছেন। এই সময়ের মধ্যে তাঁর গড় স্ট্রাইক-রেট হয়েছে প্রায় ২৫৫। এই মরসুমে এখনও পর্যন্ত কোনও বোলারই ধোনিকে আউট করতে পারেননি। এখনও পর্যন্ত তিনি অপারাজিত। ধোনির আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি ২৫৭ ম্যাচে মোট ৫১৬৯ রান করেছেন। তাঁর গড় প্রায় ৩৯ এবং স্ট্রাইক রেট প্রায় ১৩৬। আইপিএলে এখনও পর্যন্ত ২৪টি হাফ সেঞ্চুরি করেছেন ধোনি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement