বিশ্বের সরবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএল (IPL 2024)। সেখান থেকে নাকি শেখার মতো কিছু নেই। সেই কারণেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দেশের জার্সিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে দেশেই ফিরে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তবে সেই সিরিজ শেষ হয়ে গেলেও, মুস্তাফিজুরকে দেশে ফিরিয়ে আনা হবে না বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)।
এবারের আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে পাঁচটা ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর। নিয়েছেন ১০টি উইকেট। এবারের নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে চেন্নাই। ভাল ফর্মে থাকা মুস্তাফিজুরকে ১ মে-র পর আইপিএল-এ আর খেলতে দেখা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারপার্সন জালাল ইউনিস বলেন, 'আইপিএল থেকে মুস্তাফিজুরের শেখার কিছু নেই। যা শেখার ছিল, তা হয়ে গিয়েছে। বরং আইপিএলের অনেক ক্রিকেটারের মুস্তাফিজুরের থেকে শেখার আছে। তাতে বাংলাদেশের কোনও লাভ নেই।' ফলে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই প্লে অফে উঠলেও তাঁকে পাবে না।
২ জুন থেকে শুরু হচ্ছে এবারের টি২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ দল ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। এই সিরিজ শেষ হবে ১২ মে। ফলে এর মধ্যে চোট লেগে গেলে বিশ্বকাপে অন্যতম সেরা পেসারকে পাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিবি। জালাল বলেন, 'মুস্তাফিজুরকে সুস্থ রাখাই আমাদের মূল লক্ষ্য। আইপিএল খেললে সেটা হবে না। ওরা মুস্তাফিজুরের থেকে সবটা বার করে নিতে চাইবে। ওর চোট লাগল কি না সেটা নিয়ে ভাববে না। আমাদের ভাবতে হবে। মুস্তাফিজুরকে দেশে ফিরিয়ে আনার মূল কারণ ওকে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলানো নয়, ওকে বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া। আইপিএলে সেটা হবে না।'
১৮ এপ্রিল থেকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হলেও, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, মিশেন স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও লকি ফার্গুসনরা আইপিএল-এই খেলবেন। তবে এর ঠিক উল্টো রাস্তায় হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।