Advertisement

IPL 2024 Pat Cummins On Hardik Pandya: হার্দিক পান্ডিয়াকে Boo করছেন MI ফ্যানরা, অবাক কামিন্স বললেন...

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলের শুরুটা একেবারেই খারাপ হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথম তিন ম্যাচেই হেরেছেন। এর পর চতুর্থ ম্যাচে জয় পায়। কিন্তু ক্যাপ্টেন পান্ডিয়াকেও ভক্তদের ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে। রোহিতের জায়গায় পান্ডিয়াকে অধিনায়ক করা পছন্দ করেননি মুম্বই দলের ভক্তরা। এই কারণেই প্রথম ম্যাচ থেকে এখনও পর্যন্ত পান্ডিয়াকে সর্বত্র ট্রোলড করা হচ্ছে।

হার্দিক পান্ডিয়া ও প্যাট কামিন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2024,
  • अपडेटेड 7:54 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলের শুরুটা একেবারেই খারাপ হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথম তিন ম্যাচেই হেরেছেন। এর পর চতুর্থ ম্যাচে জয় পায়। কিন্তু ক্যাপ্টেন পান্ডিয়াকেও ভক্তদের ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে। রোহিতের জায়গায় পান্ডিয়াকে অধিনায়ক করা পছন্দ করেননি মুম্বই দলের ভক্তরা। এই কারণেই প্রথম ম্যাচ থেকে এখনও পর্যন্ত পান্ডিয়াকে সর্বত্র ট্রোলড করা হচ্ছে।

আইপিএলের সবচেয়ে দামি অধিনায়ক কামিন্স

আইপিএলের সবচেয়ে দামি অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স এই মরসুমে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দলের নেতৃত্ব দিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি তাকে ২০.৫০ কোটি টাকা বিড করে কিনেছে। তিনিই সবচেয়ে দামি অধিনায়ক তিনি। প্যাট কামিন্স পান্ডিয়াকে ট্রোল করা নিয়ে আজ তককে বলেন 'এই বিষয়ে তাঁর কিছু বলার ভাষা নেই। হার্দিককে এমন পরিস্থিতিতে কখনও পড়েনি। কামিন্স বলেন যে ভারতের ক্রিকেট ভক্তরা খুব আবেগপ্রবণ। এই জাতীয় জিনিসগুলির মুখোমুখি হওয়া খুব কঠিন।'

হার্দিকের boo নিয়ে কি বললেন কামিন্স?
হার্দিককে boo দেওয়ার প্রশ্নে কামিন্স বলেন, 'আমার বেশি কিছু বলার নেই। আমি এই ধরনের পরিস্থিতিতে আমি কোনওদিন ছিলাম না। এটা খুব কঠিন পরিস্থিতি। ভারতের ভক্তরা খুবই আবেগপ্রবণ। এটি একটা ফেজ মাত্র। আমি এতটুকুই বলতে পারি।'


সানরাইজার্স ২৭ মার্চ তাদের নিজেদের ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে দারুণ ম্যাচ জেতে। এই ম্যাচে হায়দরাবাদ ২৭৭ রান করে। যা আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রান। এই ম্যাচেও ভক্তদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়তে হয়েছিল হার্দিককে। সেই সময় এই পরিস্থিতির সাক্ষী হয়েছিলেন কামিন্স।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement