IPL 2024 Full Team List:আসন্ন আইপিএল সিজনের নিলাম ১৯ ডিসেম্বর দুবাইয়ে হতে পারে। কিন্তু এর আগে ট্রান্সফার উইন্ডো খুলেছে। যার শেষ তারিখ আজ ২৬ নভেম্বর শেষ হয়ে গেল। এই শেষ তারিখের আগে সমস্ত দশটি দল নিজেদের রিলিজ এবং রিটেন খেলোয়ারদের লিস্ট পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে এখন আপডেট আসতে শুরু হয়েছে। মহেন্দ্র সিং ধোনিকেই অধিনায়ক রেখে তাঁকে রিটেন লিস্টে রেখে চেন্নাই বুঝিয়ে দিয়েছে, তিনি থাকছেন। চেন্নাই সুপার কিংস নিজেদের রিটেন এবং রিলিজ প্লেয়ারদের লিস্ট দিয়ে দিয়েছে। তারা বেন স্টোকস, ডেওন প্রিটোরিয়াস, আম্বাতি রাইডু, সিসান্ডা মগালা, কাইল জেমিসন, ভগৎ বর্মা, সেনাপতি এবং আকাশ সিং কে রিলিজ করে দিয়েছে।
দিল্লি ক্যাপিটালস এ খেলবেন রিসব পন্ত। গত বছর গাড়ি দুর্ঘটনার পর থেকে দিল্লি ক্যাপিটাল স্টার প্লেয়ার রিসব পন্ত বিশ্রামে রয়েছেন। তিনি দ্রুত রিকভারি করছেন। মাঠেও ফিরেছেন। ঘরোয়া দু'একটি ম্যাচে তাঁকে মাঠে নামতে দেখা গিয়েছে। তিনি পুরোদস্তুর অনুশীলন করছেন। আগামী সিজনে তাঁকে খেলতে দেখা যেতে পারে। দিল্লি ক্যাপিটাল ১১ জন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। কিন্তু পন্তকে রেখে দিয়েছে। এই প্লেয়ারদের মধ্যে দিলি রোশি, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, অমন খান এবং প্রিয়ম গর্গ রয়েছেন।
রিটেন প্লেয়ারদের লিস্ট এইরকম
১. চেন্নাই সুপার কিংস
এমএস ধোনি (ক্যাপ্টেন), ঋতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, শেখ রশিদ, রবীন্দ্র জাদেজা, ড্যারেল মিচেলস, মঈন আলি, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজ্যবর্ধন হাঙ্গারকর, দীপক চাহার, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমরর্জিত সিং,তুষার দেশপান্,ডে মথিশা পাথিরানা
২. কলকাতা নাইট রাইডার কেকেআর
নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুজস শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা ,বরুণ চক্রবর্তী
৩. কিংস ইলেভেন পাঞ্জাব
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরান সিং, হরপ্রীত ভাটিয়া, ম্যাথিউ শর্ট, অথর্ব নইডে, ঋষি ধাওয়ান, স্যাম কুরান, সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনুর সিং বড়ার, শিবম সিং, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপীরিত বরার, বিদবাথ কাউরেআপ্,পা কাগিসো রাবাডা, নাথান এলিস
৪. রাজস্থান টিম
সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন) জোস বাটলার, সিমরান হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, ডনওন ফেরেরা, কুণাল রাঠোর, কুলদীপ সেন, রবিচন্দ্রন অশ্বিন, নবদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা এবং আবেশ খান।
৫. দিল্লি টিম
রিসব পন্ত (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্চ, জশ ধুল, প্রবীণ দুবে,বিকি অস্তওয়াল, এনরিক নরকিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার
৬. মুম্বই টিম
রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, ডেওয়াল্ড ডেভিস, ঈশান কিষান, তিলক বর্মা, রমনদীপ সিং, টিম ডেভিড, ব্রেস্টান স্টবস, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, শামস মুলানি, জোফরা আর্চার, মহম্মদ আরশাদ খান, ক্যামেরন গ্রিন, নেহল বদেরা, হুয়ান জনশন, রোমারিও শেফার্ড
৭. লখনউ টিম
কেএল রাহুল (ক্যাপ্টেন) কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুষ বদোনি, কাইল মেয়ার্স, মার্কাস স্টোয়নিস, দীপক হুদা, দেবদূত পাডিক্কাল, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকর, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মহসিন খান, ময়াঙ্ক যাদব
৮. গুজরাত টিম
ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথিউ ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন,হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকন্ডে, বিজয় শংকর, জয়ন্ত যাদব, রাহুল তেওটিয়া, মহাম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোসুয়া লিটিল, মোহিত শর্মা
৯. বেঙ্গালুরু টিম
ফাফ ডুপ্লেসি (ক্যাপ্টেন),অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, বিরাট কোহলি, রজত পাতিদার, আকাশদীপ সিং, মহিপাল লোমরোর, মনোজ ভন্ডাগে, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়শ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, বিল জ্যাক্স, মহম্মদ সিরাজ, রাজন কুমার, করণ শর্মা, হিমাংশু শর্মা,বিজয় কুমার বৈশাখ, রিস টপলি
১০ হায়দ্রাবাদ টিম
আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপ্স, হেনরিক্স ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ ,অভিষেক শর্মা, মার্কো ইয়ানসেন, ওয়াশিংটন সুন্দর, সনবীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ময়াঙ্ক মার্কণ্,ডে উমরান মালিক, ফজলুল হক ফারুকি