Advertisement

IPL 2024 Playoff Matches: ঠিক হয়ে গেল প্লে অফের সূচি, কাদের বিরুদ্ধে ম্যাচ KKR-এর?

আবারও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ম্যাচ বৃষ্টি বিপর্যস্ত হয়েছে। রাজস্থান রয়‍্যালস (RR) এবং কলকাতা নাইটরাইডার্স (KKR) ম্যাচটি গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে যায়। এই ম্যাচটি ভেস্তে যাও য়ায়, সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান দলের চেষ্টা ছিল এই ম্যাচে কেকেআর-কে হারিয়ে দুই নম্বরে উঠে আসার। তবে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তবে এখন সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দল থাকবে নম্বর-২-এ।

কলকাতা নাইট রাইডার্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2024,
  • अपडेटेड 9:35 AM IST

আবারও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ম্যাচ বৃষ্টি বিপর্যস্ত হয়েছে। রাজস্থান রয়‍্যালস (RR) এবং কলকাতা নাইটরাইডার্স (KKR) ম্যাচটি গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ভেস্তে যায়। এই ম্যাচটি ভেস্তে যাও য়ায়, সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান দলের চেষ্টা ছিল এই ম্যাচে কেকেআর-কে হারিয়ে দুই নম্বরে উঠে আসার। তবে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তবে এখন সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দল থাকবে নম্বর-২-এ।

প্লে অফের সমীকরণ
এবার কোয়ালিফায়ার-১-এ কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ দলের। বিজয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। হেরে যাওয়া দল দ্বিতীয় সুযোগ পাবে এবং কোয়ালিফায়ার-২-তে। সেই ম্যাচ জিততে পারলেও ফাইনালে চলে যাবে শ্রেয়াস আইয়ারদের দল। অন্যদিকে রাজস্থান দলকে রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে খেলতে হবে। এই ম্যাচে যে দল জিতবে তারা খেলবে কোয়ালিফায়ার-২। এই ম্যাচ জিততে পারলে তারাও ফাইনালে যাবে।

কাদের বিরুদ্ধে ম্যাচ?
কোয়ালিফায়ার-১
কলকাতা বনাম হায়দরাবাদ আহমেদাবাদ ২১ মে
এলিমিনেটর
রাজস্থান বনাম বেঙ্গালুরু আহমেদাবাদ ২২ মে
কোয়ালিফায়ার-২
কোয়ালিফায়ার-১ হারা দল বনাম এলিমিনেটর বিজয়ী চেন্নাই ২৪ মে
ফাইনাল
কোয়ালিফায়ার-১-এর বিজয়ী বনাম কোয়ালিফায়ার-২-এর বিজয়ী চেন্নাই ২৬ মে

৭ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল
রবিবারের ম্যাচে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামে। সেই সময় ৭ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত হয়। টসও হয়, কেকেআর দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু এরপর প্রবল বৃষ্টি এসে ম্যাচ ভেস্তে যায়।

কেকেআর দল ইতিমধ্যেই ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে। আইপিএলের ইতিহাসে প্রথমবার শীর্ষে থেকে প্লে অফে গিয়েছে। যদিও এই ম্যাচটি রাজস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ২ নম্বর জায়গা পেতে যেকোনো মূল্যে তাঁদের এই ম্যাচ জিততে হত, কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ হয়নি। পরপর চার ম্যাচ হেরে সমস্যায় ছিল রাজস্থান। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement