Advertisement

IPL 2024 Prize Money: IPL চ্যাম্পিয়ন হলেই মালামাল, পুরস্কার-অর্থ জানলে মাথা ঘুরে যাবে

রবিবার চেন্নাইয়ে আইপিএল (IPL 2024) ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। এবার আইপিএল জিতলে প্রচুর টাকা জিতবে চ্যাম্পিয়ন দল। এবারের আইপিএল-এ মোট পুরস্কার মূল্য ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা। এখন দেখার ১২ বছর পর চিপকে ফের ট্রফি জিততে পারে কিনা কেকেআর (KKR)। পাশাপাশি এটাও দেখার দ্বিতীয় ট্রফি জিততে পারে কিনা হায়দরাবাদ।

IPL
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 25 May 2024,
  • अपडेटेड 1:23 PM IST

রবিবার চেন্নাইয়ে আইপিএল (IPL 2024) ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। এবার আইপিএল জিতলে প্রচুর টাকা জিতবে চ্যাম্পিয়ন দল। এবারের আইপিএল-এ মোট পুরস্কার মূল্য ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা। এখন দেখার ১২ বছর পর চিপকে ফের ট্রফি জিততে পারে কিনা কেকেআর (KKR)। পাশাপাশি এটাও দেখার দ্বিতীয় ট্রফি জিততে পারে কিনা হায়দরাবাদ। 

চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?
২০ কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল। রানার্স দল পাবে ১৩ কোটি টাকা। তৃতীয় দল পাবে সাত কোটি টাকা। আর চতুর্থ দল পাবে ৬ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ আইপিএল জিতলে মালামাল হতে পারে চ্যাম্পিয়ন দল। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও রয়েছে। রয়েছে পার্পল ক্যাপ (Purple Cap) ও অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পেল ক্যাপ। ১৫ লক্ষ টাকা পাবেন সেই ক্রিকেটার। আর অন্যদিকে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ। সেক্ষেত্রেও ১৫ লক্ষ টাকা পাবেন সেই ব্যাটার। এমার্জিং ক্রিকেটার পাবেন ২০ লক্ষ টাকা। পাশাপাশি মোস্ট ভ্যালুয়েবেল ক্রিকেটার পাবেন ১২ লক্ষ টাকা। 

কোন পুরস্কারের জন্য কে এগিয়ে

পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন পঞ্জাব কিংসের হর্ষল প্যাটেল। ২৪টি উইকেট নিয়েছেন তিনি। দুই নম্বরে জসপ্রীত বুমরা। তিনি পেয়েছেন ২০ উইকেট। আর তিন নম্বরে থাকা বরুণ চক্রবর্তী ২০ উইকেট। ফলে ফাইনাল ম্যাচে ৪ উইকেট পেলে হর্ষলকে ছুঁয়ে ফেলবেন তিনি। লড়াইয়ে রয়েছেন টি নটরাজনও। তবে হর্ষলকে টপকাতে তাঁকে ৫ উইকেট নিতে হবে। 

অন্যদিকে ফাইনালে না থাকলেও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অনেক এগিয়ে বিরাট কোহলি। ১৫ ম্যাচে তাঁর রান ৭৪১। দুই নম্বরে রুতুরাজ গায়কোয়াড। ১৪ ম্যাচে ৫৮৩ রান করেছেন তিনি। চেন্নাইও নেই ফাইনালে। ফলে অরেঞ্জ ক্যাপ জেতার দিক থেকে অনেকটাই এগিয়ে কিং কোহলি।     

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement