Advertisement

IPL 2024 Rishabh Pant: ১৫ মাস পর প্রত্যাবর্তন, কেমন খেললেন DC ক্যাপ্টেন?

সকলের নজর ছিল ঋষভ পন্তের (Rishabh Pant) দিকে। কিন্তু পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ব্যর্থ হলেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ক্যাপ্টেন। আইপিএল-এর প্রথম ম্যাচে রান করতে পারলেন না দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন। আগেই জানানো হয়েছিল, পন্ত উইকেট কিপিং করবেন না। ফলে এতদিন পর ব্যাট হাতে তিনি কেমন করেন তা দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। তবে তিনি দীর্ঘ ১৫ মাসের বিরতির পর নেমেও ভাল কিছু করতে পারলেন না।

ধাওয়ানের সঙ্গে পন্ত
Aajtak Bangla
  • মোহালি,
  • 23 Mar 2024,
  • अपडेटेड 5:15 PM IST

সকলের নজর ছিল ঋষভ পন্তের (Rishabh Pant) দিকে। কিন্তু পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ব্যর্থ হলেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ক্যাপ্টেন। আইপিএল-এর প্রথম ম্যাচে রান করতে পারলেন না দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন। আগেই জানানো হয়েছিল, পন্ত উইকেট কিপিং করবেন না। ফলে এতদিন পর ব্যাট হাতে তিনি কেমন করেন তা দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। তবে তিনি দীর্ঘ ১৫ মাসের বিরতির পর নেমেও ভাল কিছু করতে পারলেন না।

কীভাবে আউট হলেন পন্ত?
২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। তারপর অস্ত্রোপচারও হয় তাঁর। এরপর এনসিএ-তে ধীরে ধীরে রিহ্যাব করে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। আর অবশেষে নিজেকে ফিট প্রমাণ করে দীর্ঘ ১৫ মাস পর আইপিএল-এ নামলেন তিনি। তবে আউট হতে হল ১৮ রানে। হার্ষাল প্যাটেলের শর্ট বলে আপার কাট মারতে গিয়ে আউট হন পন্ত। টসের সময় পন্তকে জিজ্ঞাসা করা হয়, সেই দুর্ঘটনা নিয়ে। তখন দিল্লি অধিনায়ক বলেন,  'এই মুহূর্ত আমার কাছে খুব আবেগের। কিন্তু খুব বেশি ভাবছি না। দুর্ঘটনার কথা এখন মনে রাখতে চাই না। এত দিন পরে মাঠে নেমেছি। খেলা উপভোগ করতে চাই।'

ফলে বোঝাই যাচ্ছে আবেগে ভেসে গিয়েছেন পন্ত। হয়ত প্রথম ম্যাচ বলেই কিছুটা সমস্যা হয়েছে দিল্লি ক্যাপ্টেনের। তবে তিনি যে কটি শট খেলেছেন তাতে ফর্মে ফেরার ইঙ্গিত ছিল। ফলে তিনি যেকোনও সময় ফর্মে ফিরতে পারেন তা বোঝা গেল শনিবারই। প্রথম ম্যাচে বড় কিছু করতে না পারলেও পরের ম্যাচগুলোতে পন্ত ঝড় দেখা যেতেই পারে। আর তার আশাতেই অপেক্ষায় দিল্লি ফ্যানরা। 

এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রান তুলতে পারেনি দিল্লি। তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৭৪ রানে। একের পর এক উইকেট হারাতে হওয়ায় সমস্যায় পড়তে হয় দিল্লিকে।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement