Advertisement

IPL Auction 2024: ১৯ ডিসেম্বর মিনি নিলাম দুবাইয়ে, IPL হবে না ভারতে?

২০২৪ আইপিএল-এর (IPL Auction 2024) মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম। আগে থেকেই শোনা যাচ্ছিল, এবারের আইপিএল-এও সরতে পারে দেশ থেকে। মিনি নিলাম নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল, ভারতে নিলাম অনুষ্ঠিত হতে পারে। আসলে ২০২৪-এ ভারতে সাধারণ (Loksabha Election 2024) নির্বাচন রয়েছে। সেই কারণেই হয়ত ভারতে এবারের আইপিএল (IPL 2024) হচ্ছে না।

আইপিএল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Dec 2023,
  • अपडेटेड 10:38 AM IST

২০২৪ আইপিএল-এর (IPL Auction 2024) মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম। আগে থেকেই শোনা যাচ্ছিল, এবারের আইপিএল-এও সরতে পারে দেশ থেকে। মিনি নিলাম নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল, ভারতে নিলাম অনুষ্ঠিত হতে পারে। আসলে ২০২৪-এ ভারতে সাধারণ (Loksabha Election 2024) নির্বাচন রয়েছে। সেই কারণেই হয়ত ভারতে এবারের আইপিএল (IPL 2024) হচ্ছে না।

আইপিএল কবে শুরু?
আইপিএলের আসন্ন মরশুমের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। লোকসভা নির্বাচনের তারিখের ভিত্তিতে আইপিএলের সময়সূচি নির্ধারণ করা হবে। বিসিসিআই ১০টি ফ্র্যাঞ্চাইজি দলকে জানিয়েছে যে তারা মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে। লোকসভা নির্বাচনের কারণে বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহিতেও কিছু আইপিএল ম্যাচ আয়োজনের কথা ভাবছে।

১০টি ফ্র্যাঞ্চাইজি দলের পাশাপাশি সমর্থকরাও অপেক্ষা করছেন আইপিএলের মিনি নিলামের জন্য। এবারের মিনি নিলামে ১১৬৬ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে ৮৩০ জন ভারতীয়। তবে, নিলামে মাত্র ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন। যার মধ্যে মাত্র ৩০জন বিদেশি ক্রিকটার। এই তালিকায় ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১৮। ক্যাপড ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বরুণ অ্যারন, কেএস ভরত, কেদার যাদব, সিদ্ধার্থ কৌল, ধাওয়াল কুলকার্নি, শিবম মাভি, শাহবাজ নাদিম, করুণ নায়ার, মনীশ পান্ডে, হর্ষাল প্যাটেল, চেতন সাকারিয়া, মনদীপ সিং, বারিন্দর স্রান, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, হনুমা বিহারী, সন্দীপ ওয়ারিয়ার এবং উমেশ যাদব।

চমক দিতে পারেন এই চার ভারতীয় ক্রিকেটার

এ বারের নিলামে চার জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাদের দলে নিতে হলে বড় অঙ্কের টাকা খরচ করতে হতে পারে ফ্র্যাঞ্চাইজি গুলিকে। তাঁরা হলেন হর্ষল পটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদব এবং কেদার যাদব। এর মধ্যে হর্ষল এবং শার্দূলের শেষ বিক্রিত মূল্য ছিল ১০ কোটির উপরে। হর্ষল এবং শার্দূল তবু বেস প্রাইসের বেশি দাম পেতে পারেন। কিন্তু কেদার যাদবের দাম দেখে চমকে গিয়েছেন সবাই। ক্রিকেটজীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন তিনি। গত বার কোনও মতে মরসুমের মাঝপথে আরসিবি তাঁকে নিয়েছিল। মরশুম শেষ হতেই ছেড়ে দিয়েছে। তাঁকে কোনও দল অত টাকা দিয়ে কিনবে কি না, সেটাই প্রশ্ন।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement