Advertisement

IPL Auction 2025 Ravichandran Ashwin: জাদেজা-অশ্বিনের রি-ইউনিয়ন, ঘরের ছেলেকে কত টাকায় নিল ধোনির চেন্নাই?

রবিচন্দ্রন আশ্বিন ঘরে ফিরলেন। রবিবারের মেগা নিলামে অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় দলে নিল চেন্নাই সুপার কিংস। তামিলনাড়ুর ছেলে অশ্বিন। ফলে একদম সিএসকের ঘরেরই ছেলে। আইপিএলে উঠে আসা, ভারতীয় দলে সুযোগ পাওয়া সবই এই চেন্নাই সুপার কিংস থেকে। সেই পুরনো দলই কেরিয়ারের পড়ন্ত বেলায় কাছে টেনে নিল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। 

ধোনি-অশ্বিন-জাদেজা
Aajtak Bangla
  • জেড্ডা,
  • 24 Nov 2024,
  • अपडेटेड 9:17 PM IST

রবিচন্দ্রন আশ্বিন ঘরে ফিরলেন। রবিবারের মেগা নিলামে অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় দলে নিল চেন্নাই সুপার কিংস। তামিলনাড়ুর ছেলে অশ্বিন। ফলে একদম সিএসকের ঘরেরই ছেলে। আইপিএলে উঠে আসা, ভারতীয় দলে সুযোগ পাওয়া সবই এই চেন্নাই সুপার কিংস থেকে। সেই পুরনো দলই কেরিয়ারের পড়ন্ত বেলায় কাছে টেনে নিল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। 

দীর্ঘপ্রায় প্রায় এক দশক পর আইপিএলে খেলতে দেখা যাবে অশ্বিন ও মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে একসঙ্গে। আইপিএলে বিতর্কে জড়ানোর পর যখন রাইজিং পুণে সুপার জায়ান্ট এসেছিল তখন শেষবার দুই ক্রিকেটারকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল। এরপর এই জুটি ভেঙে যায়। 

আইপিএলে উঠে আসা, ভারতীয় দলে সুযোগ পাওয়া সবই এই চেন্নাই সুপার কিংস থেকে। সেই পুরনো দলই কেরিয়ারের পড়ন্ত বেলায় কাছে টেনে নিল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। তা ছাড়া স্পিনার দরকার ছিল চেন্নাইয়ের। চেন্নাই সুপার কিংসে একজন ডানহাতি স্পিনারের দরকার ছিল যে ব্যাটিংটাও করতে পারে। মহিশ থিকসানা স্পিনার হলেও প্রথমত তিনি বিদেশি, আর দ্বিতীয়ত তাঁর ব্যাটের হাত অতটাও ভালো নয়। ফলে তাঁকে দলে দাম দিয়ে ফেরানোর থেকে পোড় খাওয়া ক্রিকেটার অশ্বিনকে ফেরানোই ছিল সিএসকের পক্ষে বুদ্ধিমানের কাজ। আরও বড় বিষয় হচ্ছে, সম্প্রতি টি২০র কথা মাথায় রেখে একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং প্র্যাকটিসও করছেন তিনি।

ফের একসঙ্গে জাদেজা-অশ্বিন 
বহুদিন পর একসঙ্গে আইপিএলে বোলিং করতে দেখা যাবে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকেও। কারণ টেস্টে এই জুটি একসঙ্গে খেললেও দুই ক্রিকেটার একসঙ্গে সাম্প্রতিক সময় সিমিত ওভারের ক্রিকেটে কমই খেলেছেন। আইপিএল কেরিয়ারে ২১২ ম্যাচে ১৮০ উইকেটের পাশাপাশি ৮০০ রানও করেছেন তিনি।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement