Advertisement

IPL Final 2023: এশিয়া কাপ পাকিস্তানে হবে? জানা যাবে আজই

এশিয়া কাপ (Asia Cup 2023) কোথায় হবে? তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এই বিষয়ে, বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) কয়েকদিন আগে বিবৃতি দিয়েছিলেন যে আইপিএল ফাইনালের (IPL 2023 Final) দিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজ আইপিএল ফাইনালের রিজার্ভ ডে, তাই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারে বিসিসিআই। এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান সহ গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা। এশিয়া কাপ আয়োজনের জন্য পাকিস্তান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 

জয় শাহ ও নাজম শেট্টি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 May 2023,
  • अपडेटेड 6:27 PM IST
  • আইপিএল ফাইনালের পরেই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত
  • এশিয়া কাপ কি পাকিস্তানে?

এশিয়া কাপ (Asia Cup 2023) কোথায় হবে? তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এই বিষয়ে, বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) কয়েকদিন আগে বিবৃতি দিয়েছিলেন যে আইপিএল ফাইনালের (IPL 2023 Final) দিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজ আইপিএল ফাইনালের রিজার্ভ ডে, তাই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারে বিসিসিআই। এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান সহ গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা। এশিয়া কাপ আয়োজনের জন্য পাকিস্তান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 
 
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের হাইব্রিড মডেলকে সমর্থন করবে না। অর্থাৎ, অন্য দেশে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয় পাকিস্তান। তিন দেশের সদস্যদের সঙ্গে আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমতাবস্থায় বিসিসিআই কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রাখবে সব ক্রিকেট ভক্তদের। পাকিস্তানের নজর থাকবে এই বৈঠকের দিকে। আইপিএল ফাইনালের জন্য পাকিস্তান ছাড়া বাকি সব দেশের ক্রিকেট সংস্থার প্রধানদের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ভারত। প্রতিবেদনে বলা বলা হয়েছে, পাকিস্তানের হাইব্রিড মডেলের বিরোধিতা করার জন্য ভারতের আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সমর্থনও রয়েছে বলে মনে করা হচ্ছে।  

আরও পড়ুন: 'শুধু ধোনিকেই দেখতে এসেছি...' আহমেদাবাদ স্টেশনেই রাত কাটালেন মাহি ফ্যানরা
আসলে এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া প্রতিবেশী দেশে যেতে পারবে না ভারতীয় ক্রিকেট দল, আর এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি 'হাইব্রিড মডেল' প্রস্তাব পেশ করেন। যাতে পাকিস্তানে বাকি ম্যাচ আয়োজন করা যায়। তবে তাতেও রাজি হয়নি বিসিসিআই।   
বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে উত্তেজনা দেখা গেছে।

আরও পড়ুন: আজও বৃষ্টির আশঙ্কা, কখন ম্যাচ হলে কত ওভারের হতে পারে?
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে ৬টি দল। এর মধ্যে থাকবে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং কোয়ালিফায়াই করা দল নেপাল। কয়েকদিন আগে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত দল পাঠাবে না বলে জানিয়ে দেয় বিসিসিআই। এরপর ভারতে অনুষ্ঠিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপেও খেলতে অস্বীকার করে পাকিস্তান।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement