কলকাতায় তীব্র গরম। সেই পরিস্থিতিতেই রবিবার ইডেনে খেলতে নামছে কলকাতা ও ব্যাঙ্গালোর। পারদ যখন প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে তখন দুপুর সাড়ে তিনটের সময় খেলতে নামবেন বিরাট কোহলি শ্রেয়াস আইয়াররা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তা হলে ম্যাচ কি ভেস্তে যাবে? সেটাই এখন বড় প্রশ্ন। কেকেআর ফ্যানদের আশা ব্যাঙ্গালোর ম্যাচ বৃষ্টি হবে না। তবে দেখে নেওয়া যাক, হাওয়া অফিস কী বলছে?
আবহাওয়া অফিস কী বলছে?
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে।তবে সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। পরিস্থিতি মোকাবিলায়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজকে পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং বৃষ্টির সম্ভাবনা থাকবে না। উল্টে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ফলে সমস্যা হতে পারে প্লেয়ারদের। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা = ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। প্রধানত পরিষ্কার আকাশ। তাপপ্রবাহের অবস্থা থাকবে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্ভবত কাছাকাছি হতে পারে।
দল কেমন হতে পারে?
RCB সূত্রে জানা যাচ্ছে, আজকে মাঠে নামতে পারেন- ফ্যাফ দু প্লেসি (ক্যাপ্টেন), বিরাট কোহলি, উইল জ্যাকস, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, মহিপাল লোমরোর, লকি ফার্গুসন, আকাশ দীপ, রজন কুমার, মহম্মদ সিরাজ।
কেকেআর দলে কারা থাকতে পারেন- সুনীল নারিন, ফিল সল্ট, অঙ্কৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দুষ্মন্ত চামিরা, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। খবর আসছে, এই ম্যাচে স্টার্ককে বাদ দিতে চলেছে কলকাতা। অন্যদিকে মাঠে খেলতে পারেন রিঙ্কু সিং। উল্লেখ্য যে, রবিবারের ম্যাচ জিতলে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে যাবে কলকাতা।