৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2023)। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে, এবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। এর পরের দিন অর্থাৎ ১ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) লিগের শেষ ম্যাচ খেলা হবে ২১ মে। যদিও এখনও প্লে অফের সূচী দেয়নি বিসিসিআই (BCCI)। মোট ৭০টি লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল সাতটি ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে। ২৮ মে ফাইনাল।
এবার লিগে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে
আইপিএল ২০২৩ মরশুমের উদ্বোধনী ম্যাচটি আমদাবাদে অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে ১০টি দলের মধ্যে মোট ৭০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ টি ডাবল হেডার দেখতে পাবেন ক্রিকেট ভক্তরা। ডাবল হেডার মানে একদিনে দু'টি ম্যাচ খেলা হবে।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যেই হঠাত্ বন্ধ Hotstar
গতবারের রানার্সআপ রাজস্থানের ম্যাচ ২ এপ্রিল
গুজরাত টাইটান্স আইপিএল ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে দারুণ জয় পায় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই মরশুমে রাজস্থান দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২ এপ্রিল। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবে তারা।
গ্রুপ পর্বে ১০টি দলকে ১৪টি ম্যাচ খেলতে হবে। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে ৭ টি ম্যাচ খেলবে এবং বাকি ৭ টি ম্যাচ খেলবে প্রতিপক্ষের ঘরের মাঠে। এবারের আইপিএল এও ১০টি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে।
আরও পড়ুন: স্টিং অপারেশন বিবাদ, আবার প্রধান নির্বাচক পদে ইস্তফা চেতনের
আইপিএল ২০২৩-এর গ্রুপ
গ্রুপ-এ: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস।
গ্রুপ-বি: চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাত টাইটান্স।
১২টি শহরে ম্যাচ হবে
গোটা ভারতের ১২টি শহরে আইপিএল-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি, ধর্মশালা।