Advertisement

IPL Lalit Modi : 'বেটিং কোম্পানিও IPL-এ দল কিনছে!' বিস্ফোরক ললিত মোদী

IPL-এর ১৫ তম সিজনে ৮টির জায়গায় ১০টি দল খেলবে। সোমবারই নিলাম প্রক্রিয়া শেষ করে দুটি দলকে IPL-এ অন্তর্ভুক্ত করেছে BCCI। এই দুটি দল হল লখনউ ও আহমেদাবাদ।

ললিত মোদী ললিত মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2021,
  • अपडेटेड 3:45 PM IST
  • নিলাম প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ললিত মোদী
  • তাঁর অভিযোগ, BCCI বেটিং কোম্পানিগুলিকে IPL-এ দল কেনার অনুমতি দিয়েছে
  • এই নিয়ে টুইটও করেন তিনি

IPL-এর ১৫ তম সিজনে ৮টির জায়গায় ১০টি দল খেলবে। সোমবারই নিলাম প্রক্রিয়া শেষ করে দুটি দলকে IPL-এ অন্তর্ভুক্ত করেছে BCCI। এই দুটি দল হল লখনউ ও আহমেদাবাদ। এই দুটি দল কিনেছেন যথাক্রমে সঞ্জীব গোয়েঙ্কা ও সিবিসি গ্রুপ। 

তবে এই পুরো নিলাম প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ললিত মোদী। তাঁর অভিযোগ, BCCI বেটিং কোম্পানিগুলিকে IPL-এ দল কেনার অনুমতি দিয়েছে। তাঁর টুইটবার্তা, 'আমার মনে হয়, বেটিং কোম্পানি IPL-এ দল কিনতে পারে। হতে পারে এটা BCCI-এর নতুন নিয়ম। যারা নতুন দল কিনেছে তাদের মধ্যে একটা বেটিং কোম্পানি। BCCI ভালো করে হোমওয়ার্ক করেনি। এক্ষেত্রে দুর্নীতি দমন শাখা কী করছে?

আরও পড়ুন

একাধিকবার বিতর্কে জড়িয়েছে IPL

২০০৮ সালে যখন IPL শুরু হয় তখন এর সর্বেসর্বা ছিলেন ললিত মোদী। তবে পরে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। আর্থিক তছরুপের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১০ সালে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এখন তিনি ব্রিটেনে রয়েছেন।

২০১৩ সালেও বিতর্কে জড়ায় IPL। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তখন চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য ব্যান করে দেওয়া হয়।

 

Read more!
Advertisement
Advertisement