Advertisement

Ishan Kishan: 'পরিণাম ভাল হবে না...' ঈশানকে ফের হুঁশিয়ারি BCCI-এর

ঈশান কিশান (Ishan Kishan) কী করতে চাইছেন তা বুঝেই উঠতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআই এবার তাই কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়ে দিলেন সচিব জয় শাহ (Jay Shah)। অভিযোগ তিনি নিজের মত ছুটি নিচ্ছেন, আবার রঞ্জি ট্রফিও (Ranji Trophy) খেলছেন না। তিনি খেলবেন কিনা সেই ব্যাপারে কোনও তথ্যও দিচ্ছেন না রাজ্য দলকে। বারবার আদেশ দেওয়া সত্ত্বেও তিনি তা অমান্য করে চলেছেন। ফলে ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটারের পক্ষে আইপিএল খেলাও অনিশ্চিত হয়ে যেতে পারে।

জয় শাহ ও ঈশান কিষাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2024,
  • अपडेटेड 3:43 PM IST
  • ঈশানকে ফের সতর্ক করল বিসিসিআই
  • রঞ্জিতে না খেলায় হতে পারে বড় শাস্তি

ঈশান কিশান (Ishan Kishan) কী করতে চাইছেন তা বুঝেই উঠতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআই এবার তাই কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়ে দিলেন সচিব জয় শাহ (Jay Shah)। অভিযোগ তিনি নিজের মত ছুটি নিচ্ছেন, আবার রঞ্জি ট্রফিও (Ranji Trophy) খেলছেন না। তিনি খেলবেন কিনা সেই ব্যাপারে কোনও তথ্যও দিচ্ছেন না রাজ্য দলকে। বারবার আদেশ দেওয়া সত্ত্বেও তিনি তা অমান্য করে চলেছেন। ফলে ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটারের পক্ষে আইপিএল খেলাও অনিশ্চিত হয়ে যেতে পারে।
 

খেলোয়াড়দের চিঠি লিখেছেন জয় শাহ
আবারও জয় শাহ সমস্ত খেলোয়াড়কে চিঠি লিখে স্পষ্ট করে দিয়েছেন যে ঘরোয়া ক্রিকেট, বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো খেলোয়াড় যদি ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করে আইপিএলকে অগ্রাধিকার দেন, তা তার জন্য ভালো হবে না। এর পরিণতি খারাপ হবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ভারত 'এ'-এর যেসব খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট খেলছেন না তাদেরকেও চিঠি লিখেছেন এবং সতর্ক করেছেন। জাতীয় দলে নির্বাচনের জন্য ঘরোয়া ক্রিকেট একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে উঠেছে বলে জানিয়ে দিয়েছেন জয়। ফলে ঘরোয়া ক্রিকেটে না খেললে পরিণতি খারাপ হবে।

ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়া ভুল
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে,এখন কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটকে কম গুরুত্ব দিয়ে আইপিএলকে বেশি অগ্রাধিকার দিতে শুরু করেছে। এই কারণেই জয় শাহ চিঠি লিখতে বাধ্য হয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, 'সম্প্রতি একটি প্রবণতা দেখা দিয়েছে, যা উদ্বেগের বিষয়। কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে প্রাধান্য দিতে শুরু করেছেন। এই পরিবর্তন একেবারেই প্রত্যাশিত ছিল না। ভারতীয় ক্রিকেট ঘরোয়া ক্রিকেটের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং কখনই একে কম গুরুত্ব দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি শুরু থেকেই পরিষ্কার। ভারতের হয়ে খেলতে চায় এমন প্রত্যেক খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে হে টিম ইন্ডিয়া নির্বাচনের জন্য ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেট না খেলার মারাত্মক পরিণতি হবে।'
 

Advertisement

দীপক চাহারও রঞ্জি ট্রফি খেলেননি
জয় শাহের সতর্কবার্তা শুধু ঈশানের জন্য নয়, রঞ্জিতে দেখা যায়নি দীপক চাহারকেও। তিনিও ভারতীয় দল থেকে বিরতি নিয়েছেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement