Advertisement

ISL 2023 Fixture: লক্ষ্মী পুজোর দিন ডার্বি, কবে শুরু হচ্ছে ISL?

প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগের সূচি। এবারের আইএসএল শুরু হবে ২১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। তাঁদের প্রথম ম্যাচ আই লিগ থেকে আইএসএল-এ ওঠা পঞ্জাব এফসি।

ইস্টবেঙ্গল ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2023,
  • अपडेटेड 3:51 PM IST

প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগের সূচি। এবারের আইএসএল শুরু হবে ২১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। তাঁদের প্রথম ম্যাচ আই লিগ থেকে আইএসএল-এ ওঠা পঞ্জাব এফসি।


সপ্তমীর দিন ম্যাচ ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। সেদিন লাল-হলুদ মুখোমুখি হবে জামসেদপুর এফসি। ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৯ ডিসেম্বর অবধি সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই সূচি প্রকাশ করা হয়। ১২ দলের এই প্রতিযোগিতা ৯ অক্টোবর থেকে ২০ অক্টোবর আইএসএল বন্ধ থাকবে। দশম আইএসএল অনুষ্ঠিত হবে ১১টি শহরে। প্রথম ম্যাচ হবে কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে রাত আটটা ও বিকেল সাড়ে পাঁচটায় সময়। প্রথম ডার্বি হবে মোহনবাগানের হোম ম্যাচ। সপ্তমীর দিন ইস্টবেঙ্গল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে।      
কীভাবে দেখা যাবে এবারের ISL?
 Sports 18 চ্যানেলে সরাসরি দেখা যাবে লিগের খেলাগুলি এবং জিও সিনেমা অ্যাপে আইএসএলের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে বিনামূল্যে। আইএসএল ১০-এর ম্যাচগুলি শুরু হবে প্রাইমটাইমে, রাত আটটায় এবং ডাবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

আইএসএলের ম্যাচ দেখার জন্য আপনাকে আপনার ফোনে (iOS & Android)শুধু  জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। তা হলেই বিনামূল্যে দেখা যাবে এবারের আইএসএল। এর আগে ফুটবল বিশ্বকাপ
ও আইপিএল জিও সিনেমায় ফ্রিতে দেখা গিয়েছিল।  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement