Advertisement

ISL 2023-24 East Bengal vs Mohun Bagan: উৎসবের মরশুমে ম্যাচ নয়, পিছিয়ে যাচ্ছে ডার্বি সহ একাধিক ম্যাচ?

উৎসবের মরশুমে আইএসএল অনুষ্ঠিত হলে নিরাপত্তা দিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিন আগেই ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুর্গাপুজোর মধ্যেই ইস্টবেঙ্গলের ম্যাচ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লক্ষ্মী পুজোর দিন ডার্বি হওয়ার কথা। সেই ম্যাচ নিয়েও আপত্তি জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

পেছোতে পারে কলকাতা ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2023,
  • अपडेटेड 10:56 PM IST

উৎসবের মরশুমে আইএসএল অনুষ্ঠিত হলে নিরাপত্তা দিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিন আগেই ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুর্গাপুজোর মধ্যেই ইস্টবেঙ্গলের ম্যাচ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, লক্ষ্মী পুজোর দিন ডার্বি হওয়ার কথা। সেই ম্যাচ নিয়েও আপত্তি জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।


আইএসএল-এর প্রথম ডার্বি হওয়ার কথা ছিল আগামী ২৮ অক্টোবর.  তবে উৎসবের মরশুম হওয়ায় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ওই সময় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে ওই দিন ম্যাচ হওয়া নিয়ে রীতিমত সংশয় রয়েছে। একই সঙ্গে ২৩ অক্টোবর এএফসি কাপে মোহনবাগানের ম্যাচেও পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন আই এস এল মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া। এই ম্যাচেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না বলে জানিয়ে দেন অরূপ বিশ্বাস।  


তিনটি ম্যাচই হওয়ার কথা ছিল যুবভারতীতে। ওই সময় স্টেডিয়াম দেয়া সম্ভব নয় বা স্টেডিয়ামে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। যদিও এখনও দুই ক্লাবের পক্ষ থেকেই এই ব্যাপারে কিছু জানানো হয়নি। অরূপ বিশ্বাস এদিন সাংবাদিক বৈঠকে বলেন, '১৮ অক্টোবর থেকে দুর্গাপুজোর ছুটি পরে যাচ্ছে। এরপর দেখলাম তিনটি ম্যাচ রয়েছে। সেই সময় নিরাপত্তা দিতে পারবে না। সেটা দুটি ক্লাবকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি।'


পুজোর সময় রয়েছে কলকাতায় একদিনের বিশ্বকাপের ম্যাচও আয়োজিত হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ অক্টোবর অর্থাৎ লক্ষীপুজোর দিন ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস ম্যাচ রয়েছে। যদিও এই ম্যাচে নিরাপত্তা দেওয়া নিয়ে কোনও সমস্যা নেই। আইএসএল-এর সূচি বেরনোর পরেই এ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। আশঙ্কা করা হয়েছিল, ডার্বি সহ ইস্টবেঙ্গলের ম্যাচও পিছিয়ে যেতে পারে। ক্রীড়ামন্ত্রীর কথায় তারই ইঙ্গিত মিলল।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement