সেমিফাইনালেও ঘরের মাঠে জনগর্জন চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। লিগ শিল্ডের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন। সেই ম্যাচে ৬১ হাজার দর্শকের সামনে ২-০ গোলে মুম্বইকে হারিয়ে জয় পায় আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। আর এবার সেখানেই থেমে না থেকে আইএসএল (ISL) ফাইনালও জিততে চাইছে মোহনবাগান। সেই কারণেই ঘরের মাঠে যত বেশি সম্ভব সমর্থকদের নিয়ে আসতে চাইছে মোহনবাগান। শুধু তাই নয়, মুম্বই ম্যাচের মতোই মাত্র ৫০ ও ১০০ টাকাতেই পাওয়া যাচ্ছে এই ম্যাচের টিকিট।
কবে থেকে শুরু টিকিট বিক্রি?
২৮ এপ্রিল ঘরের মাঠে অর্থাৎ যুবভারতীতে ফিরতি লেগের ম্যাচ খেলবে মোহনবাগান। বৃহস্পতিবার থেকেই এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, মাত্র ২ ঘন্টায় ৬ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৬২ হাজার টিকিট বিক্রি করার টার্গেট নিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা। যাতে গোটা স্টেডিয়াম ভর্তি থাকে। শুধুমাত্র অন লাইন নয়, অফ লাইনেও টিকিট পাওয়া যাবে। ২৩ এপ্রিল থেকে পাওয়া যাবে অফ লাইন টিকিট। আর যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাও টিকিট রিডম করতে পারবেন এ দিন থেকেই। সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত খলা থাকবে এই কাউন্টার। মোহনবাগান ক্লাবের পাশাপাশি, যুবভারতীর ৪ নম্বর গেটে বক্স অফিস থেকে পাওয়া যাবে এই টিকিট।
হ্যামিলকে পাবে না মোহনবাগান
কার্ড সমস্যায় আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে পাওয়া যাবে না ব্র্যান্ডন হ্যামিলকে। এ বারের আইএসএল-এ লিগ পর্বের কার্ড ক্যারি ফরোয়ার্ড হবে। সেই কারণেই সেমিফাইনালের প্রথম লেগে নেই হ্যামিল। তবে দ্বিতীয় লেগে তিনি ফিরবেন। যে ছন্দে ফুটবল খেলছে মোহনবাগান তাতে ফাইনালে যাওয়া খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করছেন ফ্যানরা। আন্তনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর, একটাই ম্যাচ হেরেছে তাঁরা। তবে সেই ম্যাচে অসুস্থতার জন্য ডাগ আউটে থাকতে পারেননি সবুজ-মেরুন হেড কোচ। তবে তিনি ফিরে আসতেই ফের বদলে গিয়েছে দলের চিত্র। দাপটের সঙ্গে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন শুভাশিস বসু,মনবীর সিংরা। ফলে একই সঙ্গে লিগ শিল্ড ও ট্রফি জিততে পারলে দারুণ রেকর্ড গড়ে ফেলবে মোহনবাগান। এর আগে কোনও দল একই সঙ্গে দুই ট্রফি পায়নি।