Advertisement

ISL 2024 Mohun Bagan Super Giant: ফাইনালের আগে শাস্তির খাঁড়া, ৪ ম্যাচ সাসপেন্ড মোহনবাগান তারকা

ওড়িশা এফসিকে হারিয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে মোহনবাগাস সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ফের আইএসএল (ISL) ট্রফি জয়ের দোরগোড়ায় সবুজ মেরুন। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন ফের সবুজ মেরুন গর্জনের অপেক্ষায়। কিন্তু এর মধ্যেই খারাপ খবর মেরিনার্সদের জন্য। তারকা স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) চার ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে । মোহনবাগান সুপারজায়ান্ট সুত্রের খবর, এখনও পর্যন্ত সাদিকুর শাস্তির ব্যাপারে কোনও চিঠি না পেলেও, তাঁরা বড় শাস্তির আশঙ্কাই করছেন।

মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2024,
  • अपडेटेड 6:47 PM IST

ওড়িশা এফসিকে হারিয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে মোহনবাগাস সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ফের আইএসএল (ISL) ট্রফি জয়ের দোরগোড়ায় সবুজ মেরুন। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন ফের সবুজ মেরুন গর্জনের অপেক্ষায়। কিন্তু এর মধ্যেই খারাপ খবর মেরিনার্সদের জন্য। তারকা স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) চার ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে । মোহনবাগান সুপারজায়ান্ট সুত্রের খবর, এখনও পর্যন্ত সাদিকুর শাস্তির ব্যাপারে কোনও চিঠি না পেলেও, তাঁরা বড় শাস্তির আশঙ্কাই করছেন।

যে ভাবে কার্ড দেখার পর অঙ্গভঙ্গি করেছেন তাতে মনে করা হচ্ছে তাঁর সাসপেন্সন ৪ ম্যাচের কম হওয়ার কথা নয়। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, সাদিকুর এভাবে গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড দেখাকে একেবারেই ভাল চোখে দেখছেন না তাঁরা। তাঁর আচরন ও পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে দলের অন্দরে। মোহনবাগান দলে যোগ দেওয়ার পর থেকে এই মরসুমে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাদিকু। ২২ ম্যাচ খেলে তাঁর গোল আটটি। অর্থাৎ ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়েছে এই আলবেনিয়ার স্ট্রাইকারের। তাছাড়া তাঁকে ছাড়াও দল বেশ ভাল খেলছে। পরের মরসুমে তাঁকে রাখা হবে কিনা সেটাই এখন প্রশ্ন। 

ফাইনালে ওঠার কৃতিত্ব কোচ আন্তেনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) দলের ফুটবলারদের দিয়েছেন। ম্যাচের পর হাবাস বলেন, ' দলের ফুটবলারদের ইচ্ছাশক্তিকে আমি কুর্নিশ জানাই। এই কারণেই  দল জিততে পেরেছে। ম্যাচের আগে টিম মিটিংয়ে কথা বলতে গিয়েই আমি বুঝেছিলাম তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । ৯০ মিনিট আমি ঠিক যেমন আশা করেছিলাম, প্রত্যেকে তেমনই পারফর্ম করেছে এবং দলকে সকলে মিলে ফাইনালে তুলেছে।'

জয়ের অন্যতম নায়ক এবং প্রথম গোলদাতা জেসন কামিন্স বললেন, 'মোহনবাগান সমর্থকরা আমার দেখা এই দেশের সেরা সমর্থক। ওদের সামনে গোল করতে পেরে তাই খুব ভালো লাগছে। আইএসএল ট্রফি জয়ের ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।' চোট সারিয়ে নেমেই গোল করে নায়ক সুপার সাব সাহাল আব্দুল সামাদ।  তিনিও বলছেন, 'দীর্ঘদিন পরে মাঠে নেমে দলকে জেতাতে পেরে আমি খুশি। ঘরের মাঠে আমরা ফাইনাল খেলব। তাই শনিবার যে দলই প্রতিপক্ষ হোক আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement