১৭ দিন বাদে আইএসএলে (ISL) খেলা শুরু করছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। লিগ টেবিলের ১১ নম্বরে থাকা চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে ম্যাচ। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ মোহনবাগান সুপারজায়ান্ট দুই নম্বরে। ৪১ পয়েন্ট নিয়ে এক নম্বরে মুম্বই সিটি এফসি সবার উপরে। ফলে লিগ পর্বের শেষ চারটে ম্যাচ লিগ শিল্ড জয়ের যুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের চ্যালেঞ্জ যে বেশ কঠিন তা বলাই যায়।
খেলবেন কাউকো, সামাদ?
চোটের জন্য জাতীয় দলের হয়ে আফগানিস্তান ম্যাচে খেলতে পারেননি সাহাল আব্দুল সামাদ। মোহনবাগানের অনুশীলনে ফেরত আসলেও তাঁকে রবিবারের ম্যাচে পাওয়া যাবে না বলেই জানিয়েছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। তবে তাতে সমস্যা হবে না বলেই দাবি তাঁদের। তবে জনি কাউকোকে ঘিরে অনিশ্চয়তার জল্পনা থাকলেও মোহনবাগান সুপারজায়ান্টের সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা জানিয়েছেন ফিনল্যাণ্ডের মিডফিল্ডার ফিট। জ্বরে আক্রান্ত হেড কোচ আন্তনিও লোপেজ হাবাস কিন্তু রবিবার ম্যাচে ডাগ আউটে থাকছেন।
পয়েন্ট টেবিলে সুবিধা জনক জায়গায় থাকলেও মোহনবাগান সুপারজায়ান্ট রাশ আলগা করতে নারাজ। হাবাসের ডেপুটি বলছেন প্রতিপক্ষ চেন্নাইয়িন যথেষ্ট শক্তিশালী দল। তাদের সামনেও প্লে অফে পৌঁছনোর সুযোগ রয়েছে। তাই কঠিন চ্যালেঞ্জ তারা ছুড়বে। যদিও মোহনবাগান সুপারজায়ান্ট যেকোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। সাহাল আব্দুল সামাদের অনুপস্থিতি নিয়ে ম্যানুয়েল চিন্তিত নন। কারনে দলের বাকি ফুটবলাররা সকলেই চ্যালেঞ্জ নিতে তৈরি।
অন্যদিকে চেন্নাইয়িন এফসি কোচ আওয়েন কোয়েল বলেছেন, 'মোহনবাগান অবশ্যই শক্তিশালী দল। পেত্রাতোস কামিন্স সাদিকুর মত ফুটবলার রয়েছে ওদের আক্রমনভাগে। তবে আমরা ভয় পাচ্ছি না। ইতিবাচক মনোভাব নিয়ে পয়েন্ট নেওয়ার চেষ্টা করব।'
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে মোহনবাগান বনাম চেন্নাইয়েন এফসি ম্যাচ। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও ডিডি বাংলায়। লাইভ স্ট্রিমিং ফ্রিতে দেখা যাবে জিও সিনেমায়।