আইএসএল-এর (ISL 2024) দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে ডার্বির (Kolkata Derby) টিকিট বিক্রি। ৩ ফেব্রুয়ারী কলকাতাতেই মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan VS East Bengal)। এবারের আইএসএল-এ একবারও মুখোমুখি হয়নি দুই চির প্রতিদ্বন্দী ক্লাব।
সঙ্গে সঙ্গে শেষ টিকিট
আগের ডার্বিতেও অনলাইন টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল সমর্থকদের। এবারও ঘটল একই ঘটনা। ডার্বির তারিখ ঘোষণা হওয়ার নিমেষের মধ্যে শেষ হয়ে গেল টিকিট। বৃহস্পতিবার বিকেলে আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশিত হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ জানা যায় ডার্বির দিনক্ষণ। তার ঘণ্টা দেড়েকের মধ্যেই নিঃশেষ টিকিট।
দাম বেড়েছে ডার্বির টিকিটের
২০০, ৩০০ এবং ৪০০ টাকার টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। ১৫০০ টাকার টিকিটও শেষ। একমাত্র ৫০০ এবং ৩০০০ টাকার টিকিট পড়ে রয়েছে। ডার্বির টিকিটের দাম দেখে চক্ষু চড়কগাছ সমর্থকদের। সাধারণত এত দামী টিকিট হয় না। ভিভিআইপি স্ট্যান্ডের বাইরে বাকি জায়গায় টিকিটের দাম ধরাছোঁয়ার মধ্যেই থাকে। কিন্তু এবার অনলাইন বুকিং সংস্থার দেওয়া টিকিটের দামে তারতম্য রয়েছে।
আরও টিকিট পাওয়া যাবে
অনলাইনে টিকিট কাটতে গিয়ে এদিন বিপাকে পড়ে সাপোর্টাররা। এবারের ডার্বির আয়োজক মোহনবাগান। কিন্তু তাঁদের কাছে টিকিট সংক্রান্ত কোনও আপডেট এখনও নেই। গোটা বিষয়টাই অনলাইন টিকিট বুকিং সংস্থার গাফিলতি। তবে জানা গিয়েছে, খুবই কম সংখ্যক টিকিট এদিন বাজারে ছাড়া হয়েছিল। ধাপে ধাপে আরও টিকিট ছাড়া হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের অনলাইন টিকিট এক মিনিটের মধ্যেই সোল্ড আউট দেখায়। যা কোনওভাবেই সম্ভব নয়।
ফিরতি ডার্বি কবে?
প্রথম ডার্বি আয়োজন করছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর ফিরতি ডার্বি ১০ মার্চ। সেই ম্যাচ আয়োজন করবে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই প্রথম ডার্বি নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। এই মরশুমে আইএসএল-এ দুই দল একবারও মুখোমুখি না হলেও, মোট তিনবার দুই দল একে অপরের বিরুদ্ধে খেলে ফেলেছে। মরসুমের শুরুতে ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে জয় পায় লাল-হলুদ। তবে ফাইনালে মোহনবাগানের কাছে হেরে যায় কুয়াদ্রাতের দল। সুপার কাপেও গ্ৰুপ পর্বে মুখোমুখি হয় দুই দল। সেখানে সবুজ-মেরুনকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল।