ISL Semi Final Leg 2 Mohun Bagan Super Giant vs Odisha FC: ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রবিবার মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। যুবভারতীতে এই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৬২ হাজার দর্শকের সামনে পিছিয়ে থেকে খেলতে নামছে সবুজ-মেরুন। এমনিতেই ছুটির দিনে ম্যাচ। তার উপর আবার মোহনবাগান খেলতে নামছে আইএসএল (ISL) সেমিফাইনাল। ফলে দর্শকদের উন্মাদনা যে আকাশছোঁয়া হবে তা স্বাভাবিক। ম্যাচে টিকিট না পেলে কী করবেন? কীভাবে ফ্রিতে বাড়িতে বসে ম্যাচ দেখবেন?
কীভাবে বাড়িতে ম্যাচ দেখবেন?
রবিবার রাত সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। মোহনবাগান-ওড়িশা এফসি-র ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। বাংলায় এই ম্যাচ দেখা যাবে ডিডি বাংলায়। শুধু টিভিতে নয়, মোবাইলেও এঈ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। তবে তার জন্য আপনাকে জিও সিনেমা ইনস্টল করতে হবে। তা হলে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন এই ম্যাচ। শুধু তাই নয়, ল্যাপটপ বা ডেস্কটপেও ফ্রিতে এই ম্যাচ দেখা যাবে। সেক্ষেত্রে জিও সিনেমার ওয়েবসাইটে যেতে হবে। এক্ষেত্রেও কোনও পয়সা দিতে হবে না।
পরিসংখ্যানে কারা এগিয়ে?
আইএসএলের সেমির প্রথম লেগে ওড়িশার কাছে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। এবার তাদের ঘুরে দাঁড়ানোর পালা। আইএসএলের গত চার মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১০ বার। তার মধ্যে চার বার জিতেছে কলকাতার দল, একবার জিতেছে ওড়িশা। সেটা এবার সেমির প্রথম লেগে। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
এই মরশুমে আবার ছয় নম্বর লড়াই হতে চলেছে মোহনবাগান এবং ওড়িশার মধ্যে। এএফসি কাপে দু’বার দেখা হয়েছিল। ভুবনেশ্বরে জিতলেও, ঘরের মাঠে পাঁচ গোল খেয়ে বিদায় নিয়েছিল মোহনবাগান। আইএসএলে তিনটি ম্যাচের মধ্যে দু'টি ড্র হয়। একটি জেতে ওড়িশা। অর্থাৎ এই মরশুমে পরিসংখ্যানের দিক থেকে পাল্লা ভারি কিন্তু ওড়িশারই।