Advertisement

'বিশ্বকাপের সবচেয়ে হট ফ্যান', ছবি শেয়ার করতেই তোলপাড় কাতারে

ওই মহিলা ফ্যানের নাম ইভানা নল (Ivana Knoll)। তিনি ক্রোয়েশিয়া থেকে এসেছেন এবং ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয়। সবচেয়ে প্রথম ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচে দেখা যায় তাঁকে। তিনি একটি লাল ও সাদা চেকারবোর্ড পোশাক পরে তাঁর দলকে সমর্থন জানিয়েছেন। কাতারে শুধুমাত্র রক্ষণশীল পোশাক পরার কথা বলে তাঁকে আগেই সতর্ক করা হয়েছিল। ক্রোয়েশিয়াকে সমর্থন করা জন্য ইনস্টাগ্রামে ২টি ছবি শেয়ার করেছেন তিনি। ক্রোয়েশিয়া ও মরক্কো ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে থেকেই ছবি শেয়ার করেছিলেন তিনি। আর সেই পোস্টে ফিফাকেও ট্যাগ করেন ইভানা। 

Ivana Knoll (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)Ivana Knoll (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Nov 2022,
  • अपडेटेड 5:28 PM IST
  • চলছে ফুটবল বিশ্বকাপ
  • কাতারে বিভিন্ন দেশের ফ্যানেদের ভিড়
  • ক্রোয়েশিয়ার এক ভক্তের ছবি ঘিরে শোরগোল

কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। প্রিয় দলকে সাপোর্ট করতে বিভিন্ন দেশের ফ্যানেরাও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কাতারে। এর মধ্য এক মহিলাকে 'বিশ্বকাপের সবচেয়ে হট ফ্যান' বলা হচ্ছে। তবে এবার ওই মহিলা এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকী তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হতে পারে। 

ওই মহিলা ফ্যানের নাম ইভানা নল (Ivana Knoll)। তিনি ক্রোয়েশিয়া থেকে এসেছেন এবং ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয়। সবচেয়ে প্রথম ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচে দেখা যায় তাঁকে। তিনি একটি লাল ও সাদা চেকারবোর্ড পোশাক পরে তাঁর দলকে সমর্থন জানিয়েছেন। কাতারে শুধুমাত্র রক্ষণশীল পোশাক পরার কথা বলে তাঁকে আগেই সতর্ক করা হয়েছিল। ক্রোয়েশিয়াকে সমর্থন করা জন্য ইনস্টাগ্রামে ২টি ছবি শেয়ার করেছেন তিনি। ক্রোয়েশিয়া ও মরক্কো ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে থেকেই ছবি শেয়ার করেছিলেন তিনি। আর সেই পোস্টে ফিফাকেও ট্যাগ করেন ইভানা। 

ম্যাচের পর স্টেডিয়ামের ভেতরে দুটি ছবি শেয়ার করেন ইভানা। তিনি লেখেন, "আজ আমরা সেরাটা খেলিনি। তবে এটা শুধু একটি ওয়ার্ম আপ ছিল।" প্রসঙ্গত, ওই ম্যাচটি ড্র হয়েছিল। 

আরও পড়ুন

এর পর আরও একটি পোস্ট করেন ইভানা। তাকে তাঁকে একটি জলাশয়ের কাছে জি-স্ট্রিং সাঁতারের পোশাকে ভিডিও শ্যুট করতে দেখা যায়। সেই পোস্ট দেখেই ক্ষুব্ধ মানুষজন। একজন ইউজার লেখেন, "এই দেশ এবং আমাদের ধর্মকে সম্মান করুন"। আরও একজন লিখেছেন, "লজ্জা, অন্যের সংস্কৃতিকে সম্মান করুন"। তৃতীয় এক ইউজার লিখেছেন, "অনুগ্রহ করে অন্য দেশের ধর্ম ও রীতিনীতিকে সম্মান করুন"।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের ব্রাজিল ও ২০১৮ সালের রাশিয়ায় বিশ্বকাপের সময়ও আলোচনায় ছিলেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও ইভানা বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ৬ লক্ষরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। 

বিশ্বকাপের সমস্ত খবরের জন্য ক্লিক করুন এখানে

 

Read more!
Advertisement
Advertisement