ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বি (Kolkata Derby) ম্যাচে খেলতে পারবেন জেমি ম্যাকলরেন (Jemie Maclaren)? মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিশ্বকাপার স্ট্রাইকার চোটের কবলে পড়েছেন। চোটের জন্য তাঁকে দল ছাড়তে হল, মুম্বইতে যেতে হল তারকা স্ট্রাইকারকে। তাঁর চোট পায়ে নয়, ঘাড়ে। ফলে ম্যাচ খেলতে তাঁর এখনই কোনও অসুবিধা নেই। তবে ঘাড়ে যদি সব সময় একটা ব্যথা থাকে তাহলে তো একটা বিরক্তিভাব থাকবেই, সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার ছুটলেন মুম্বইতে চিকিৎসকের কাছে।
বুধবার কলকাতায় ফিরতে পারেন জেমি
বুধবার রাতেই ফের শহরে ফিরতে পারেন তিনি, সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকেই আবার অনুশীলনে দেখা যেতে পারে অজি বিশ্বকাপারকে। ডুরান্ডে অবশ্য তাঁকে খেলানো হবে কিনা, সেই নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেননি কোচ হোসে মোলিনা। মোহনবাগান এবারের ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে পরপর দুই ম্যাচে জয় দিয়ে। গত ম্যাচে তো ৬ গোলে জিতেছে দল। এরই মধ্যে কলকাতায় চলে এসেছেন দলের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, ডার্বিতে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। ফাইনালে বড় ম্যাচে গোল করে দলকে জিতিয়েছিলেন দিমিত্রি, এবারে ইস্টবেঙ্গল দল গতবারের থেকে আরও অনেক বেশি শক্তিশালী, তাই কাজটা কঠিনই হতে চলেছে বাগানের কাছে।
একটু নিচের দিক থেকে খেলবেন পেত্রাতোস
দলের বাকি পাঁচ বিদেশির মধ্যে চার জনকেই আগের ম্যাচে খেলিয়ে নিয়েছেন স্প্যানিশ কোচ। অনুশীলনে দিমিত্রি পেত্রাতোসের ছটফটে ভাব এবং সমর্থকদের প্রতি ভালোবাসা-দায়বদ্ধতা দেখে মোলিনা অনুমান করে নিয়েছেন ডার্বিতে তাঁর তুরুপের তাস এই অস্ট্রেলিয়ান। সেক্ষেত্রে কামিনসের পিছনে স্টুয়ার্টকে প্লে মেকার রোলে এবং দিমিত্রিকে উইড্রল হিসেবে কিছুটা ফ্রি প্লেয়ার হিসেবে খেলাতে চলেছেন বাগানের হেডস্যার, তবে সব চোখই আপাতত জেমির চোটের দিকে। কারণ ডুরান্ডের থেকেও এএফসি এবং আইএসএলেরই প্রাধান্য বেশি মোহনবাগানের সভ্য সমর্থকদের কাছে।
কলকাতা লিগে নামছে মোহনবাগান
বুধবার ফের কলকাতা লিগে মাঠে নামছে মোহনবাগান, তাঁদের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস। গত ম্যাচে জর্জের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ মেরুন শিবির। এই ম্যাচ বড় ব্যবধানে না জিতলে লিগের সুপার সিক্স কার্যত হাতছাড়া হয়ে যাবে দিয়েগো কার্ডোজোর ছেলেদের। এই ম্যাচে অবশ্য সুহেল ভাট, অভিষের সূর্যবংশীদের নাও পেতে পারেন দিয়েগো, কারণ ডার্বির আগে তাঁদের সিনিয়র দলের অনুশীলনে যোগ দিতে বলেছেন মোলিনা।