Advertisement

Mohun Bagan Transfer News: মোহনবাগানে আসার আগে হ্যাটট্রিক, মেরিনার্সদের জেতালেন কামিন্স, দেখুন Video

অস্ট্রেলিয়ায় নিজের শেষ ম্যাচ খেলতে নেমে দারুণ হ্যাটট্রিক করে ফেললেন জেসন কামিন্স (Jason Cummings)। তাঁর ৩ গোলের সুবাদেই সেন্ট্রাল কোস্ট মেরিনার্স (Central Coast Mariners) চ্যাম্পিয়ন হয়। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতে নেমেছিলেন মেলবোর্ন সিটির বিপক্ষে। শুধু তাই নয়, দিলেন মোহনবাগানে (Mohun Bagan Super Giant) আসার ইঙ্গিতও। 

জেসন কামিন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2023,
  • अपडेटेड 6:58 PM IST
  • দারুণ ছন্দে কামিন্স
  • মোহনবাগানে আসার আগে হ্যাটট্রিক

অস্ট্রেলিয়ায় নিজের শেষ ম্যাচ খেলতে নেমে দারুণ হ্যাটট্রিক করে ফেললেন জেসন কামিন্স (Jason Cummings)। তাঁর ৩ গোলের সুবাদেই সেন্ট্রাল কোস্ট মেরিনার্স (Central Coast Mariners) চ্যাম্পিয়ন হয়। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতে নেমেছিলেন মেলবোর্ন সিটির বিপক্ষে। শুধু তাই নয়, দিলেন মোহনবাগানে (Mohun Bagan Super Giant) আসার ইঙ্গিতও। 

শেষ ম্যাচে ইউটিই এ লিগের গ্র্যান্ড ফাইনালে দুর্ধর্ষ গোল করে মেরিনার্সদের জয় এনে দিলেন। ম্যাচের আগে খুল্লামখুল্লা জানিয়ে দিলেন, ‘এটাই আমার ফেয়ারওয়েল ম্যাচ কিনা? হতে পারে। হয়ত এটাই আমার শেষবার মাঠে নামা। তবে এই ম্যাচে পুরোপুরি ফোকাস করে রয়েছি। জিততে চাই।‘ বিশ্বকাপার এই ফুটবলার দুরন্ত ফর্মে রয়েছেন। যে দক্ষতায় তিনি একের পর এক গোল করেছেন তা দেখে মুগ্ধ মোহনবাগান সমর্থকরা। ম্যাচ শেষে কামিন্সের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন ধারাভাষ্যকাররাও। তাঁরা মোহনবাগানের নাম না নিলেও বলে দেন, ‘জেসন কামিন্স স্কটিশ কাপ, স্কটিশ লিগ কাপের ফাইনালে খেলেছেন। অস্ট্রেলিয়ান কাপ ফাইনালেও দু-বছর আগে খেলেছিল। চলতি সিজনে ক্লাবের হয়ে ১৭ গোল করে টপ স্কোরার। এটাই হয়ত ওঁর শেষ ম্যাচ হাতে পারে। এবার তাঁর সম্ভাব্য গন্তব্য ভারত।‘

আরও পড়ুন: আবার ইস্টবেঙ্গলে বিজয়ন, কোন দায়িত্বে?

মেলবোর্নের দলকে ৬-১ গোলে উড়িয়ে দেন কামিন্সরা। ২০ মিনিটেই ডানদিক থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দ্রুত উঠে আসেন অজি স্ট্রাইকার। ঢুকে এসে গোল করেন তিনি। এটাই তাঁর দলের প্রথম গোল। খেলার বয়স তখন ২০ মিনিট। এরপর কামিন্স দুটি গোল করেন পেনাল্টিতে। ৬৫ মিনিট ও ৭৩ মিনিটে আরও দুই গোল করেন তিনি।

আরও পড়ুন: কাউকো খেলতে পারবেন? বিকল্প প্লেয়ারের খোঁজে মোহনবাগান?

Advertisement

এছাড়াও বাকি তিনটি গোল করেন স্যামুয়েল সিলভেরা, বেনি এনকোলোলো ও মোরেসছে। অস্ট্রেলিয়ার লিগে ২৮ ম্যাচে ২০ গোল করেছেন কামিন্স। ফলে বলাই যায়, দুর্দান্ত ছন্দে তিনি। মোহনবাগানে এসেও যদি এই ছন্দ কামিন্স ধরে রাখতে পারেন তবে দারুণ সুবিধা হবে জুয়ান ফেরান্দোদের।   
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement