Advertisement

Jasprit Bumrah Injury: T20 বিশ্বকাপে শামি ফিরছেন দলে? বুমরার চোটে জল্পনা তুঙ্গে

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরা। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরার চোট বিরাট সমস্যায় ফেলতে পারে টিম ইন্ডিয়াকে।

বুমরা ও শামি বুমরা ও শামি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2022,
  • अपडेटेड 10:44 AM IST
  • চোট পেলেন বুমরা
  • দলে আসতে পারেন শামি

আবারও পিঠের চোট নিয়ে সমস্যায় ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এশিয়া কাপেও (Asia Cup) পিঠের চোট নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। আবারও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই পিঠের সমস্যাই। এর জেরে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরা। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরার চোট বিরাট সমস্যায় ফেলতে পারে টিম ইন্ডিয়াকে।

ফিট শামি

কোভিডের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়তে হয়েছিল মহম্মদ শামিকে (Mohammad Shami)। টি২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসেবে দলে রয়েছেন ভারতের এই পেসার। চোটের কারণে বুমরা যদি বিশ্বকাপে সুযোগ না পান তবে দলে জায়গা পেতেই পারেন শামি। তবে তার আগে তাঁকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। 

আরও পড়ুন

ইনস্টাগ্রামে নিজের কোভিড রিপোর্ট শেয়ার করেন শামি

আরও পড়ুন: ISL-এর আগে ইস্টবেঙ্গলের নয়া জার্সি, ডিজাইনে ৯০'র নস্টালজিয়া?


বিবৃতি দিল বিসিসিআই

প্রথম টি২০ ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ''বুমরার হাল্কা চোট রয়েছে। সেই জন্য এই ম্যাচে খেলছে না বুমরা।'' সেই সময় বুমরার চোট নিয়ে খুব বেশি কিছু বলেননি ভারতের ক্যাপ্টেন। তবে বিসিসিআই জানিয়ে দিয়েছে, পিঠের চোটের জন্যই দলে নেই বুমরা। টুইটারে বিসিসিআই জানিয়েছে, 'মঙ্গলবার অনুশীলন করার সময়, পিঠে ব্যথা হচ্ছে বলে জানান জসপ্রীত বুমরা। বোর্ডের মেডিকেল টিম গোটা বিষয়টা দেখছে। তবে প্রথম টি২০ ম্যাচে খেলছেন না তিনি।'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ফিরে এসেছিলেন বুমরা
বুমরা কিছুদিন আগেই চোট কাটিয়ে ভারতীয় দলে ফেরত এসেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথম ম্যাচ না খেললেও পরের দু'টি ম্যাচে খেলেন তিনি। তবে ভারতের ফাস্ট বোলারকে আগের ফর্মে পাওয়া যায়নি। চার ওভার বল করে ৫০ রান দিলেও উইকেট পাননি তিনি। এর পরে টি২০ বিশ্বকাপের আগে ফের চোটের কবলে পড়লেন তিনি।

Advertisement

আট উইকেটে ম্যাচ জিতল ভারত

বুমরা না থাকলেও দারুণ জয় পেয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আট উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। আরশদীপ সিং-এর দাপটে মাত্র ৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিরাট সমস্যায় পড়ে যায় প্রোটিয়ারা। আট উইকেট হারিয়ে ১০৬ রানে শেষ হয় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারায় ভারতীয় দলও। দ্রুত আউট হয়ে ফেরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারপর ভারতকে জয়ের রাস্তা দেখান ওপেনার কেএল রাহুল ও সূর্যকুমার যাদব।   

   

Read more!
Advertisement
Advertisement