Advertisement

KL Rahul, Jhulan Goswami: ফিট হচ্ছেন রাহুল, NCA-তে খেলছেন চাকদা এক্সপ্রেসের বল? VIDEO

রাহুল শীঘ্রই ভারতীয় দলে যোগ দিতে চান, যার জন্য তিনি প্রচণ্ড অনুশীলন করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য রাহুল দলে জায়গা পেয়েছেন কিন্তু তাঁর আগে নিজেকে ফিট প্রমাণ করতে হবে রাহুলকে। বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) নীতিন প্যাটেলের তত্ত্বাবধানে রাহুল রিহ্যাব করছেন। 

ঝুলনের বলে ব্যাট করছেন রাহুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 5:40 PM IST
  • দলে ফেরার চেষ্টা করছেন রাহুল
  • খেলছেন ঝুলনের বল

সোমবার (১৮ জুলাই) এনসিএ-তে দেখা গেল দারুণ এক দৃশ্য, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ বোলার ঝুলন গোস্বামীকে নেটে বল করতে দেখা গেল। আর সেই সময় উল্টো দিকে ব্যাট হাতে কেএল রাহুল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়ে যাচ্ছে। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান কেএল রাহুলের অস্ত্রোপচার সফল হয়েছে। এরপরেই জার্মানি থেকে দেশে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই বেঙ্গালুরু এনসিএ-তে রিহ্যাব করতে শুরু করেছেন তিনি। 

রাহুল শীঘ্রই ভারতীয় দলে যোগ দিতে চান, যার জন্য তিনি প্রচণ্ড অনুশীলন করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য রাহুল দলে জায়গা পেয়েছেন কিন্তু তাঁর আগে নিজেকে ফিট প্রমাণ করতে হবে রাহুলকে। বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) নীতিন প্যাটেলের তত্ত্বাবধানে রাহুল রিহ্যাব করছেন। 

আরও পড়ুন: 'জাস্ট ২০ মিনিট নেব,' বিরাটকে ফর্মে ফেরাতে আসরে গাভাস্কর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) পর থেকেই আর ক্রিকেট খেলতে দেখা যায়নি রাহুলকে। গত মাসে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য রাহুলকে ভারতীয় দলের অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল, কিন্তু প্রথম খেলা শুরুর আগেই রাহুল চোটের কারণে পুরো পাঁচ ম্যাচের সিরিজ থেকে বাদ পড়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরেও দলের বাইরে থাকতে বাধ্য হন রাহুল।

আরও পড়ুন: COVID আক্রান্ত সৌরভের মা, ভর্তি হাসপাতালে

টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন রাহুল

কেএল রাহুল খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান এবং অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। রাহুল, তাঁর আট বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ভারতের হয়ে ৪২টি টেস্ট, ৪২টি একদিনের ম্যাচ এবং ৫৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অংশগ্রহণ  করেছেন।

Advertisement

আরও পড়ুন; BCCI-তে মেয়াদ বাড়বে সৌরভ-শাহের? সুপ্রিম কোর্টে বোর্ড

আইপিএলে রাহুল ৬১৬ রান করেছেন

কেএল রাহুলের নেতৃত্বে, লখনউ সুপার জায়ান্টস (LSG) আইপিএল 2022-এ প্লে অফে উঠেছিল। এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রাহুল ছিলেন দুই নম্বরে। রাহুল ১৫ ম্যাচে ৫১.৩৩ গড়ে এবং ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে ৬১৬ রান করেছেন। এই মরশুমে তাঁর ব্যাট থেকে আসে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement