রয় কৃষ্ণর পাশাপাশি ক্লাব ছেড়েছেন ডেভিড উইলিয়ামসও। এটিকে মোহনবাগান মিডফিল্ডার বা ডিফেন্ডার হিসেবে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে সই করালেও স্ট্রাইকার কে হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা মহলে নানা আলোচনা। ইতিমধ্যেই পাঁচ ফুটবলার সই করিয়ে ফেলেছে এটিকে মোহনবাগান। বাকি রয়েছে একটাই জায়গা। সেখানে স্ট্রাইকার সই করাবে তারা। তবে কে হবেন তিনি? উঠে আসছে অনেক নাম।
শনিবার এটিকে মোহনবাগানের ইনস্টাগ্রাম লাইভে এসে নতুন স্ট্রাইকারের নাম না জানালেও কেমন স্ট্রাইকার তাঁর পছন্দ তা স্পষ্ট জানিয়ে দিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ফ্যানদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফেরান্দো বলেন, ''শুধু ভাল মানের ফুটবলার হলেই হবে না। দলকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। শক্তিশালী ফুটবলার হতে হবে। শুধুমাত্র ট্যাকটিকালি বা টেকনিকালি ভাল হলে হবে না। আমাদের দলকে বোঝার ক্ষমতা থাকতে হবে।''
আসলে গত মরশুমে ইউরো কাপ খেলা জনি কাউকোকে সই করিয়ে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান। আর এবার পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়ে ফের চমকে দিয়েছে সবুজ-মেরুন শিবির। তাই ষষ্ঠ বিদেশি নিয়েও চমকের আশা করছেন এটিকে মোহনবাগান সমর্থকরা। তবে মেরিনার্সদের চিন্তা করতে বারণ করলেন এটিকে মোহনবাগান কোচ। তিনি বলেন, ''চিন্তা করার কিছু নেই। আমাদের ক্লাবে প্রচুর মানুষ কাজ করেন। তাঁরা এই ব্যাপারে কাজ করছেন। তাই চিন্তার কারণ নেই।''
কলকাতার দর্শকদের প্রশংসা করেছেন জুয়ান। বিশেষত বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচে ঝড়ের পরেও সমর্থকদের মাঠে থাকতে দেখে অভিভূত এটিকে মোহনবাগান কোচ। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচে প্রচন্ড ঝড়-বৃষ্টি হয়। বিদ্যুৎ চমকাতে থাকায় ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি। কিছুক্ষণ পরে ঝড় কিছুটা থামলে ফের শুরু হয় ম্যাচ। ঝড় বৃষ্টির মধ্যেও স্টেডিয়ামেই প্রিয় দলের খেলা দেখতে শেষ পর্যন্ত ছিলেন সমর্থকরা। আর মেরিনার্সদের ক্লাবের প্রতি এই ভালবাসা অবাক করেছে স্প্যানিশ কোচকে। তিনি বলেন, '' বিরাট ব্যাপার। এমন আমি এর আগে দেখিনি। অত ঝড় বৃষ্টির মধ্যেও সমর্থকরা আমাদের সঙ্গে থেকেছেন। আমাদের উৎসাহ দিয়েছেন এটা বিরাট ব্যাপার। স্পেনে হলে কিন্তু এটা হত না। সমর্থকরা বাড়ি গিয়ে টেলিভিশনে খেলা দেখতেন।''