Advertisement

Adrian Luna: মারা গেল কেরল ব্লাস্টার্স-এর ফুটবলারের ৬ বছরের কন্যা

ইনস্টাগ্রামে লুনা লখেন, 'খুব কষ্ট নিয়ে এই নোটটা লিখছি। আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার মেয়ে জুলিয়েটা (বয়স ৬) এই বছরের ৯ এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছে। তার চলে যাওয়া আমাকে এবং আমার পরিবারকে যে বেদনা দিয়েছে তার কোন সীমা নেই এবং সেই কষ্ট কখনও মোছা যাবে না।'

জুলিয়েটা ও লুনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2022,
  • अपडेटेड 12:30 PM IST
  • প্রয়াত জুলিয়েটা
  • শোকের ছায়া ভারতীয় ফুটবলে

প্রয়াত কেরল ব্লাস্টার্সের মিডফিল্ডার আদ্রিয়ান লুনার ছয় বছরের মেয়ে। সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে প্রয়াত ছোট্ট জুলিয়েটা। গত ৯ এপ্রিল প্রয়াত হয় তাঁর ছোট্ট মেয়ে। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই দুঃখের খবর জানান লুনা নিজেই। 

ইনস্টাগ্রামে লুনা লখেন, 'খুব কষ্ট নিয়ে এই নোটটা লিখছি। আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার মেয়ে জুলিয়েটা (বয়স ৬) এই বছরের ৯ এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছে। তার চলে যাওয়া আমাকে এবং আমার পরিবারকে যে বেদনা দিয়েছে তার কোন সীমা নেই এবং সেই কষ্ট কখনও মোছা যাবে না।'

তিনি আরও লেখেন, 'জুলিয়েটা খুব ভাল মেয়ে। তার জীবনে অনেক ভালবাসা এবং যত্ন পেয়েছিল। ব্যথা সত্ত্বেও তার মুখে সবসময় হাসি লেগে থাকত। ওর মুখ থেকে একবার'আই লাভ ইউ' শুনতে পারলে আমার দিনটা দারুণ যেত। জুলিয়েটা, তুমি আমায় নতুন ভাবে ভালবাসতে শিখিয়েছিলে। তুমিই আমায় শিখিয়েছিলে জীবলে যতই কষ্ট আসুক না কেন হাল ছাড়তে নেই। শেষ মুহূর্ত অবধি তোমার লড়াই আমরা কেউ ভুলব না।' 

আরও পড়ুন: 'দাঁত ভেঙে দেব...' ২০১৪ সালে ডাডেজাকে বলেছিলেন অ্যান্ডারসন, এবার বললেন...

আরও পড়ুন: করোনামুক্ত রোহিত, ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন?

উরুগুয়ের ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার কেরল ব্লাস্টার্সকে গত মরশুমে ফাইনালে তুলেছিলেন। তবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ফাইনালে হেরে যায় কেরল ব্লাস্টার্স। কেরলে সই করার আগে মেলবোর্ণ এফসি-র হয়ে খেলেছিলেন লুনা। উরুগুয়ের হয়ে সিনিয়র দলে না খেললেও অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব- ২০ দলের হয়েও খেলেছেন লুনা। অনূর্ধ্ব-২০ দলের হয়ে ১৪ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। আর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে পাঁচ ম্যাচে ২ গোল করেছেন লুনা। কেরল ব্লাস্টার্সের হয়ে এই মরশুমে ২৩ ম্যাচে ৬টি গোল ও সাতটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। তাঁর মেয়ের মৃত্যুর খবরে শোকাহত ভারতের ফুটবল প্রেমীরা।       

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement