Advertisement

T20 World Cup Kirti Azad: T20 বিশ্বকাপের দল নিয়ে নাক গলাচ্ছেন জয় শাহ, বিস্ফোরক TMC-র কীর্তি

সামনেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর সূত্রের খবর , টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে (Virat Kohli) দলে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর এতেই নাকি ঘোর আপত্তি রোহিত শর্মার (Rohit Sharma)। তিনি জানিয়ে দিয়েছেন টি-২০ বিশ্বকাপে বিরাটকে চান রোহিত। এমন খবর জানালেন টিম ইন্ডিয়ার (Team India) হয়ে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।

রোহিত শর্মা ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2024,
  • अपडेटेड 5:42 PM IST

সামনেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর সূত্রের খবর , টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে (Virat Kohli) দলে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর এতেই নাকি ঘোর আপত্তি রোহিত শর্মার (Rohit Sharma)। তিনি জানিয়ে দিয়েছেন টি-২০ বিশ্বকাপে বিরাটকে চান রোহিত। এমন খবর জানালেন টিম ইন্ডিয়ার (Team India) হয়ে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)।

জানা যাচ্ছে, বিরাটকে নিয়ে বোর্ড সচিব জয় শাহ রোহিতের কাছে জানতে চান। আর তখনই রোহিত জানিয়ে দেন তাঁর দলে বিরাটকে চাই। এই  নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বোর্ড সচিবকে বলেছেন, ‘কোহলিকে আমার চাই-ই। কোহলি টি-২০ বিশ্বকাপ খেলবে। এটা দল নির্বাচনের যথেষ্ট আগে সরকারি ভাবে ঘোষণা করে দিতে হবে।’ বোর্ড সচিবের সঙ্গে রোহিতের কথাবার্তার বিষয়টি প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। 

শুধু তাই নয়, বোর্ড সচিবের সমালোচনাও করতে ছাড়েননি কীর্তি আজাদ।  তিনি এই নিয়ে লিখেছেন, ‘জয় শাহ কেন মাথা ঘামাচ্ছেন? উনি তো নির্বাচক নন। এই দায়িত্বটা অজিত আগারকরকেই দেওয়া উচিত। অন্য নির্বাচকদের সঙ্গে আগারকর আলোচনা করুক। তাদের আগারকর বোঝাক, টি-২০ দলে কোহলিকে প্রয়োজন নেই! কর্তাদের কখনও দল নির্বাচনী প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয়।' কীর্তি আজাদ আরও দাবি করেন, আগারকরকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের রাজি করাতে। কিন্তু কোহলিকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি আগারকর। 

সূত্রের খবর, বোর্ড কর্তাদের একাংশের যুক্তি, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে ২০ ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধার হতে পারে। ব্যাটে ভাল ভাবে বল আসবে, এমন পিচে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন কোহলি। তাঁদের আরও বক্তব্য, ক্রিকেটের ছোট ফর্ম্যাটে কোহলি দলের চাহিদা পূরণ করতে পারছেন না। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে তাঁর। কোহলিকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকরকে। আইপিএলে কোহলির পারফরম্যান্স দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান বোর্ড কর্তারা।কোহলির জায়গায় তরুণদের সুযোগ দিতে চান তারা। কীর্তি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এবারের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থীও করেছে তৃণমূল। বর্ধমান-দুর্গাপুর আসন থেকে লড়বেন তিনি। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement