Advertisement

ATK Mohun Bagan vs SC East Bengal: জাতীয় দলের জার্সিতে ছেলেকে দেখতে চান জামসেদ নাসিরি

কিয়ান যে কোনও পজিশনে সাফল্যের সঙ্গে খেলে নিজেকে প্রমাণ করেছে। এমনটাই মনে করেন জামসেদ। তিনি বলেন, ''দলের স্বার্থে ও যে কোনও জায়গায় খেলতে পারে। একটা সময় আপনাদের মনে থাকবে কিয়ানকে কিবু ভিকুনা সেন্ট্রাল ডিফেন্সেও খেলিয়েছেন। সেখানেও ভাল খেলেছে ও। আর আজ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে অত কম সময় মাঠে থেকে তিন গোল। ও সাধারনত অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে খেলে থাকে। তবে দলের জন্য সমস্ত পজিশনে খেলতে পারে ও।''

কিয়ান নাসিরি ও জামসেদ নাসিরি
জাগৃক দে
  • কলকাতা,
  • 29 Jan 2022,
  • अपडेटेड 11:15 PM IST

অতীতে লাল-হলুদের হয়ে বহুবার ডার্বি জিতেছেন জামসেদ নাসিরি। তবে এবার বিরল রেকর্ড গড়লেন তাঁর ছেলে কিয়ান (Kiyan Nasiri)। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে আইএসএল-এ (ISL) তাঁর খেলা প্রথম ডার্বিতেই হ্যাটট্রিক করে চমকে দিলেন কিয়ান। খুশি কলকাতায় থাকা তাঁর পরিবার। আজতক বাংলাকে তাঁর পিতা জামসেদ যদিও জানালেন, ''এটা সবে শুরু। ওকে এখনও অনেকদূর যেতে হবে। জাতীয় দলের হয়ে খেলতে হবে।'' খেলা শেষ হওয়ার পর তখনও ছেলের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি প্রাক্তন ফুটবলারের। কথা হলে কী উপদেশ দেবেন ছেলেকে? এই প্রশ্নের উত্তরে জামসেদ বলেন, ''বলব আরও ভাল খেলতে হবে। নিজের ফোকাস ঠিক রাখতে হবে। আর সুযোগ পেলেই এ ভাবে কাছে লাগাতে হবে। এই সাফল্য যেন তোমার মাথা ঘুরিয়ে না দেয়'' মাত্র মিনিট পঁচিশ মাঠে ছিলেন এই তরুন ফুটবলার। তাঁর মধ্যেই দুর্ভেদ্য হয়ে ওঠা এসসি ইস্টবেঙ্গলকে মাটি ধরিয়ে দেন কিয়ান। ছেলের সাফল্যে বাবার মত খুশি তাঁর পরিবারের বাকি সদস্যরাও। তবে কিয়ানের এই সাফল্য নিয়ে খুব বেশিই মাতামাতি করতে নারাজ জামসেদ। তিনি বলেন, ''এটা আমি জানতাম। সুযোগ পেলেই ও গোল করবে। আর সেটাই করে দেখিয়েছে। তবে এত বড় মঞ্চে এ ভাবে হ্যাটট্রিক করবে তা ভাবিনি। এর আগে ও যখন কলকাতা লিগে দ্বিতীয় ডিভিশনে আমার কোচিংয়ে সিএফসি-তে খেলত তখনও এমনটা করতে দেখেছি।'' 


কিয়ান যে কোনও পজিশনে সাফল্যের সঙ্গে খেলে নিজেকে প্রমাণ করেছে। এমনটাই মনে করেন জামসেদ (Jamshed Nasiri)। তিনি বলেন, ''দলের স্বার্থে ও যে কোনও জায়গায় খেলতে পারে। একটা সময় আপনাদের মনে থাকবে কিয়ানকে কিবু ভিকুনা সেন্ট্রাল ডিফেন্সেও খেলিয়েছেন। সেখানেও ভাল খেলেছে ও। আর আজ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে অত কম সময় মাঠে থেকে তিন গোল। ও সাধারনত অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে খেলে থাকে। তবে দলের জন্য সমস্ত পজিশনে খেলতে পারে ও।'' 

Advertisement

আরও পড়ুন:হ্যাটট্রিক কিয়ান নাসিরি, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফের জিতল এটিকে মোহনবাগান


কী ভাবে নিজের ছেলেকে নিজের মত করে তৈরি করেছেন সেই কাহিনিও শোনালেন জামসেদ। তিনি বলেন, ''টেকনিকের দিকে নজর দিয়েছিলাম। আর সেটা আজও দেখা গেল। যে ভাবে ও গোল গুলো করেছে দারুণ টেকনিক না থাকলে তা করা সম্ভব নয়। আমি আগেও ক্লাবের তরফ থেকে ওর টেকনিকের প্রশংসা শুনেছি।'' 


লড়াই করলেও কোন জায়গায় হারতে হল এসসি ইস্টবেঙ্গলকে? জামসেদ মনে করেন একের পর এক সুযোগ নষ্ট করার খেশারত দিতে হল লাল-হলুদকে। তিনি বলেন, ''অনেক সুযোগ পেয়েছে। এই ধরনের ম্যাচে সুযোগ কম আসে আর সেই সুযোগ কাজে লাগাতে না পারলে সমস্যা হয়। আর সেটাই হয়েছে এসসি ইস্টবেঙ্গলে। এ ভাবে ডিফেন্স করতে থাকলে ভুল হবেই আর সেখান থেকে প্রতিপক্ষ গোল তুলে নেবে। এটাই স্বাভাবিক।''   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement