Advertisement

জন্মদিনের আগেই শাহরুখকে গিফট দিল নাইট ব্রিগেড

গতকাল জীবনের নতুন একটা বছরে পা রাখার আগেই শাহরুখ খানকে সেরা গিফটটা দিল টিম কলকাতা নাইট রাইডার্স। একটা মাত্র জয়! আর এই একটা জয়েই সব হিসেব ওলটপালট করে দিল নাইট ব্রিগেড। চলতি আইপিএলে প্লে-অফের একেবারে দোরগোড়ায় চলে এল কলকাতা নাইট রাইডার্স।

শাহরুখ খানের ছবিটি ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে (king___srk_)
Aajtak Bangla
  • দুবাই,
  • 02 Nov 2020,
  • अपडेटेड 8:04 AM IST
  • আজ ৫৫ বছরে পা রাখলেন শাহরুখ খান।
  • গতকাল রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স
  • এই জয়ের পর কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল।

তিনি 'বাদশা'। অনুরাগীরা তাঁকে ভালোবেসে 'কিং খান' বলে ডাকেন। তাঁর জন্মদিনটা যে গ্র্যান্ড হবে না, তেমনটা আবার হয় নাকি? গতকাল জীবনের নতুন একটা বছরে পা রাখার আগেই শাহরুখ খানকে সেরা গিফটটা দিল টিম কলকাতা নাইট রাইডার্স। একটা মাত্র জয়! আর এই একটা জয়েই সব হিসেব ওলটপালট করে দিল নাইট ব্রিগেড। চলতি আইপিএলে প্লে-অফের একেবারে দোরগোড়ায় চলে এল কলকাতা নাইট রাইডার্স।

গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় ব্যবধানে হেরে ইতিমধ্যেই আইপিএলের দৌড় থেকে ছিটকে গেছে রাজস্থান রয়্যালস। শাহরুখের জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কীই বা হতে পারত। আজ ৫৫ বছরে পা রাখলেন শাহরুখ খান। 

প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স সাত উইকেটে ১৯১ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে। অধিনায়ক ইয়ন মরগ্যান ৩৫ বলে করেন ৬৮ রান। তাঁর এই অপরাজিত ইনিংসটি ছ'টি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। ওপেনার রাহুল ত্রিপাঠী এবং শুভমান গিল যথাক্রমে ৩৯ এবং ৩৬ রান করেন।

অন্যদিকে রাহুল তেওটিয়া নেন তিনটি উইকেট এবং কার্তিক ত্যাগী জোড়া উইকেট শিকার করেন।

তবে রাজস্থানও শুরু থেকে দমে যায়নি। প্রথম ওভারে ১৯ রান করার পর তারা নিজেদের ইচ্ছেটাকে আরও স্পষ্ট করেছিল। কিন্তু, প্রত্যেকটা বল তো আর বাউন্ডারির বাইরে পাঠানো সম্ভব নয়! তাই প্রথম ওভারেই ফিরে গেলেন রবিন উথাপ্পা। কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়নি রাজস্থান। তৃতীয় ওভারে দলের তারকা ব্যাটসম্যান বেন স্টোকসকেও হারায় রাজস্থান। প্যাট কামিন্সকে সেই তাড়াহুড়ো করে বাউন্ডারি মারতে গিয়েই তিনি নিজের উইকেটটা দিয়ে আসেন।

এরপরই রাজস্থানের ব্যাটিং লাইন আপে ধস নামে। মাত্র ৩৭ রানের মধ্যেই তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলে। রাহুল তেওটিয়া (৩১) এবং জস বাটলার (৩৫) ইনিংসটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করলেও শেষপর্যন্ত তা করতে পারেননি। অবশেষে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩১ রান তোলে রাজস্থান রয়্যালস। 

Advertisement

কলকাতার বোলারদের মধ্যে সবথেকে বেশি সাফল্য লাভ করেন প্যাট কামিন্স। তিনি ৩৪ রান দিয়ে চারটে উইকেট শিকার করে নেন। 

গতকাল এই জয় পেয়ে এক লাফে সোজা পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসে কলকাতা নাইট রাইডার্স। আপাতত কলকাতাকে সানরাইজ়ার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এই ম্যাচে হায়দরাবাদ যদি হেরে যায়, তাহলেই কলকাতার প্লে-অফে যাওয়ার রাস্তা আরও মসৃণ হয়ে যাবে।

তবে ইতিপূর্বেই শাহরুখ জানিয়েছিলেন, এবারের জন্মদিনটা তিনি একটু আলাদাভাবে কাটাতে চান। সম্প্রতি টুইটারের একটি চ্যাট সেশনে এক সমর্থক জানতে চান, এবারের জন্মদিনে ঠিক কী প্ল্যান করছেন শাহরুখ। জবাবে তিনি বলেন, "দয়া করে প্রত্যেককে জানিয়ে দিন, এবছরের জন্মদিনে কেউ যেন বাড়ির সামনে ভিড় না করে। ইস বার কা প্যায়ার... থোড়া দুর সে ইয়ার।"

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement