অবশেষে বাদ পড়লেন মিশেল স্টার্ক। তবে খারাপ ফর্মের জন্য নয়, চোটের জন্য বাদ পড়লেন ২৪ কোটি টাকার এই নাইট বোলার। তাঁর জায়গায় পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে খেলছেন দুস্মন্ত চামিরা। এই ম্যাচে আর কোনও বদল করেননি নাইট টিম ম্যানেজমেন্ট। আগের দিন অনুশীলনে বল হাতে তাঁকে দেখা যায়নি। সেই কারণেই প্রশ্ন উঠেছে। পাশাপাশি ব্যাঙ্গালোর ম্যাচে তাঁর চোট চিন্তা আরও বাড়িয়ে দিয়েছিল। বিরাটদের বিরুদ্ধে ম্যাচে পুরো বল করেননি তিনি। তবে পঞ্জাবের বিরুদ্ধে তিনি খেলতে পারেন। এমনটাই আশা করা হচ্ছে নাইট শিবিরের পক্ষ থেকে। চিন্তায় রাখছে তাঁর ফর্মও। ২৪ কোটি টাকায় কেনা হয়েছিল তাঁকে। তবে আইপিএল-এ একেবারেও নজর কাড়তে পারেননি তিনি।
টসের সময়, কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার জানান, 'স্টার্কের জায়গায় আজকের ম্যাচ খেলছেন চামিরা। গত ম্যাচে (পড়ুন আরসিবি) আঙুলে চোট পাওয়ায় স্টার্ককে বিশ্রাম দেওয়া হয়েছে।' এর আগে আরসিবিতে থাকলেও, খেলার সুযোগ সেভাবে পাননি শ্রীলঙ্কার এই ক্রিকেটার। তবে এবার তিনি কী করেন সেটাই দেখার অপেক্ষায় নাইট ফ্যানরা। ম্যাচের আগে তাঁর হাতে টুপি তুলে দেন স্টার্কই।
সাধারণভাবে কেকেআর দল ম্যাচ জিতলে দলে পরিবর্তন করে না। আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ জিতে যাওয়ায়, পঞ্জাব ম্যাচে দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। দল একই রাখা হতে পারে। তবে স্টার্ককে বসিয়ে দেওয়ার দাবি করছেন কেকেআর ফ্যানরা। দল জিতলেও অজি ফাস্ট বোলারের ফর্ম ভাবাচ্ছে কলকাতার ফ্যানদের। প্রথম দুই ম্যাচে উইকেট পাননি দিয়েছেন মোট ১০০ রান। তৃতীয় ম্যাচ থেকে উইকেট পেলেও, প্রচুর রান খেয়েছেন।
দলে কারা?
কেকেআর- কেকেআর- ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (ক্যাপ্টেন), রিংকু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দুশমন্থা চামেরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুয়শ শর্মা (ইম্প্যাক্ট সাব)।