Advertisement

India vs West Indies 1st ODI: রাহুলের করোনা, চোট জাদেজার, WI-র বিরুদ্ধে নামার আগে চাপে ভারত

হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন রবীন্দ্র জাদেজা। প্রথম একদিনের ম্যাচে ভারতের সহ অধিনায়ক জাদেজাকে খেলান যায় কি না সে বিষয়ে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। ছন্দে থাকলেও সামনে অনেক ম্যাচ রয়েছে ভারতীয় দলের। পাশাপাশি ভারতীয় দলে এখন অনেক বিকল্প ক্রিকেটারও রয়েছেন। ফলে জাদেজাকে বাদ দিলেও টিম ইন্ডিয়ার সামনে বিকল্প হিসেবে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল।

কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2022,
  • अपडेटेड 11:38 AM IST
  • কোভিড আক্রান্ত কেএল রাহুল
  • হাঁটুতে চোট ধাওয়ানের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগে সমস্যায় টিম ইন্ডিয়া। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে সমস্যা ভারতীয় দলে। করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার কেএল রাহুল। সংশয় রয়েছে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার চোট নিয়েও। সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার। তাঁর চোট চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় দলকে। চোট সারিয়ে উঠে ফের অনিশ্চিত হয়ে পড়েছেন কে এল রাহুল। কারণ তাঁর করোনা ধরা পড়েছে। 

হাঁটুতে চোট রয়েছে জাদেজার
হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন রবীন্দ্র জাদেজা। প্রথম একদিনের ম্যাচে ভারতের সহ অধিনায়ক জাদেজাকে খেলান যায় কি না সে বিষয়ে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। ছন্দে থাকলেও সামনে অনেক ম্যাচ রয়েছে ভারতীয় দলের। পাশাপাশি ভারতীয় দলে এখন অনেক বিকল্প ক্রিকেটারও রয়েছেন। ফলে জাদেজাকে বাদ দিলেও টিম ইন্ডিয়ার সামনে বিকল্প হিসেবে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল।

আরও পড়ুন

শিখর ধাওয়ানের সঙ্গে কে ওপেন করবেন?
করোনা ধরা পড়ায় প্রথম একদিনের ম্যাচে খেলবেন না লোকেশ রাহুল। তাঁর জায়গায় ক্যপ্টেন শিখর ধাওয়ানের সনে ওপেন কে করবেন? এ নিয়ে কৌতুহল রয়েছে ভারতের ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে দলে ফিরেছেন শুভমন গিল। ধাওয়ানের সঙ্গে ওপেন করতে পারেন তিনি। দলে আছেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াডও। ওপেনার হিসেবে রাহুলের সঙ্গে নামতে পারেন তিনিও।      

শ্রেয়াস ফের সুযোগ পাবেন

মিডল অর্ডারে খেলোয়াড় বাছাই করার জন্য টিম ম্যানেজমেন্টকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। দুর্দান্ত ফর্মে থাকা দীপক হুডা তিন নম্বরে ব্যাট করতে আসতে পারেন। দলের আরেক মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবকেও দলে রাখা হয়েছে। এই অবস্থায় শ্রেয়াস আইয়ারকে দলে রাখা হবে কি না সেই সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ শ্রেয়াস আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শর্ট বলে বারবার সমস্যায় পড়েছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement