Advertisement

KL Rahul and Athiya Shetty Marriage: ককটেল পার্টি দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু রাহুল-আথিয়ার, আর কী কী থাকছে?

কিছুদিনের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের (Team India) উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)। বান্ধবী ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির (Athiya Shetty) সঙ্গে সাত পাকে বাধা পড়বেন তিনি। আজ (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এই বিয়ের (KL Rahul Athiya Shetty Marriage) অনুষ্ঠান। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে ককটেল পার্টি, মেহেন্দি, গায়ে হলুদসহ নানা ধরনের অনুষ্ঠান থাকছে।

কেএল রাহুল ও আথিয়া শেঠিকেএল রাহুল ও আথিয়া শেঠি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2023,
  • अपडेटेड 2:41 PM IST
  • বিয়ে করছেন রাহুল
  • আজই শুরু অনুষ্ঠান

কিছুদিনের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের (Team India) উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)। বান্ধবী ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির (Athiya Shetty) সঙ্গে সাত পাকে বাধা পড়বেন তিনি। আজ (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এই বিয়ের (KL Rahul Athiya Shetty Marriage) অনুষ্ঠান। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে ককটেল পার্টি, মেহেন্দি, গায়ে হলুদসহ নানা ধরনের অনুষ্ঠান থাকছে।

এর পরই ২৩ জানুয়ারি বিয়ে হবে ভারতীয় দলের ক্রিকেটারের। এই বিয়েতে শুধুমাত্র খুব কাছের আত্মীয় এবং বন্ধুরা আমন্ত্রিত। আথিয়া শেঠির বাবা বলিউডের প্রবীণ অভিনেতা সুনীল শেঠি (Suniel Shetty)। বিয়ের যাবতীয় প্রস্তুতি তাঁর ও কেএল রাহুলের পরিবার সম্পন্ন করেছে।

আরও পড়ুন

তিন দিন ধরে চলবে রাহুল-আথিয়ার বিয়ের অনুষ্ঠান

এই বিয়ের অনুষ্ঠানের বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছে। এই বিয়ে হবে সুনীল শেঠির খান্দালা বাংলোতে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আগে নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এদিন সন্ধ্যায় ককটেল পার্টির আয়োজন করা হয়েছে। এই পার্টি দিয়েই শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান।

এরপর পরদিন রবিবার (২২ জানুয়ারি) মেহেন্দি ও গায়ে হলুদ হবে। এই সময় শুধুমাত্র পরিবারের খুব কাছের আত্মীয়রা থাকবেন। তার পরের দিন অর্থাৎ সোমবার (২৩ জানুয়ারি) কেএল রাহুল এবং আথিয়া শেট্টির জন্য খুব স্পেশাল হতে চলেছে। দুজনেই গাঁটছড়া বাঁধবেন এদিন। শুধুমাত্র খুব ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের এই বিয়ের দিন আমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ের পর মুম্বই-বেঙ্গালুরুতে দুটি বড় রিসেপশন হবে

সূত্রের মারফত জানা গিয়েছে, এই বিয়ের পর সুনীল শেঠি এবং কেএল রাহুলের পরিবার, বাকি বন্ধুবান্ধব এবং আত্মীয়দের জন্য দুটি বড় রিসেপশন করবে। এই দুটি রিসেপশন হবে মুম্বই এবং ব্যাঙ্গালুরুতে। এতে ডাকা হবে ভারতীয় দলের তারকা খেলোয়াড়দের থাকবেন বলিউড সেলিব্রেটি, ব্যবসায়ী ও রাজনীতিবিদরাও।

Advertisement

কেএল রাহুল সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরোয়া ওডিআই সিরিজের ওডিআই সিরিজ খেলেছেন। বিয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন রাহুল।

Read more!
Advertisement
Advertisement