কলকাতা লিগ (CFL 2024) দিয়েই শুরু হচ্ছে ফুটবল মরসুম। একই গ্রুপে দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Super Giant)। গত দুইবারের চ্যাম্পিয়ন মহমেডানকে রাখা হয়েছে অপর গ্রুপে। দুই বড় দল এক গ্রুপে থাকার অর্থ গ্রুপ পর্যায়েই হবে ডার্বি (Mohun Bagan Super Giant vs East Bengal) ম্যাচ। কবে মরসুমের প্রথম ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হবে দুই দল? গ্রুপ বিন্যাস হওয়ার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। ইতিমধ্যেই দুই দলই অনুশীলন শুরু করে দিয়েছে। মোহনবাগান এর মধ্যে খেলে ফেলেছে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও।
কবে ডার্বি ম্যাচ?
কলকাতা ফুটবল মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে ১৩ জুলাই। সেদিন যুবভারতীতে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শনিবার আইএফএ-র ফিক্সচার কমিটি লিগের প্রথম পর্যায়ের সূচি ঘোষণা করেছে। এবারও কলকাতা লিগে দুই প্রধানই রিজার্ভ দল খেলাবে। আইএসএলের লক্ষ্যে দুই বড় দলই রিজার্ভ বেঞ্চের দল নামাবে। তবে এই কলকাতা লিগে ভাল পারফর্ম করতে পারলে মূল দলে সুযোগ পেতে পারেন ফুটবলাররা। গত মরসুমেও বেশ কয়েকজন ফুটবলার এভাবেই উঠে এসেছেন। তবে কলকাতার আরেক প্রধান মহমেডান অবশ্য পুরো শক্তির দল নিয়ে খেলতে নামবে। তাদের সামনে এবার ট্রফি জেতার হ্যাটট্রিক করার হাতছানি। এই সুযোগ নষ্ট করতে চাইবে না সাদা-কালো ব্রিগেড।
প্রিমিয়ার লিগে মহমেডান তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ২৫ জুন উয়াড়ির বিরুদ্ধে। কলকাতার দুই প্রধানের মধ্যে মোহনবাগান ২৮ জুন নামলেও তারা সেদিন বাই পাবে। ৩০ জুন ইস্টবেঙ্গল তাদের নিজেদের মাঠে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলতে নামবে। কলকাতা লিগে এবার অনেক চমক থাকবে, তা ইতমধ্যেই জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কলকাতা লিগে রেফারির মান উন্নয়নের জন্য কর্মশালা করেছে আইএফএ। পাশাপাশি উদ্বোধনেও থাকবে চমক। ট্রফির নকশাতেও আসতে পারে বদল এমনই ইঙ্গিত দিয়েছেন আইএফএ সচিব।
এখনও পর্যন্ত ২৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রিমিয়ার লিগের সূচি করা হয়েছে।