Kolkata Derby East Bengal vs Mohun Bagan Live Match Update: দুই তারকাকে ছাড়াই ডার্বি ম্যাচে খেলতে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল দলে নেই ক্লেইটন সিলভা। আর মোহনাগান দলে নেই বিশ্বকাপার জেসন কামিন্স। যদিও পরিবর্ত হিসেবে রয়েছেন তিনি।
জিতে গেল ইস্টবেঙ্গল
নন্দাকুমারের দারুণ গোলে ডার্বি জিতল ইস্টবেঙ্গল।
৬ মিনিট অতিরিক্ত সময়
৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। খেলায় ফিরতে পারবে মোহনবাগান?
ফের গোল মিস কামিন্সের
একের পর এক গোল মিস করে নিজেদের বিপদ বাড়াচ্ছে মোহনবাগান। কামিন্সের শট অল্পের জন্য বাইরে। মাঠে এলেন সুহেল ভাট।
শেষ ১০ মিনিটের খেলা বাকি
৮০ মিনিটের খেলা শেষ। মোহনবাগানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল।
মিস কামিন্সের
নেমেই দারুণ পাস সাহাল আব্দুল সামাদের। সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপার কামিন্স। তাঁর শট অল্পের জন্য বাইরে।
গোল করলেন নন্দাকুমার
ডানদিক থেকে উঠে এসে দারুণ গোল নন্দাকুমারের। অনিরুদ্ধ থাপার ভুল থেকে সুযোগ চলে আসে নন্দার সামনে। গোল করে যান ইস্টবেঙ্গল ফুটবলার।
মাঠে নেমেই গোল মিস পেত্রাতোসের
সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। মিস করলেন পেত্রাতোস
মাঠে নামলেন পেত্রাতোস
গোলের লক্ষ্যে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোস ও কামিন্সকে নামালেন জুয়ান।
কুয়াদ্রাতকে সতর্ক করলেন রেফারি
রেফারির সঙ্গে তর্ক করার জের, ইস্টবেঙ্গল কোচকে সতর্ক করলেন রেফারি।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
কিক অফ করে ম্যাচ শুরু করল মোহনবাগান।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ। বল বেশি দখলে রাখলেও গোল করতে পারেনি মোহনবাগান। ইস্টবেঙ্গলও গোল পায়নি। একটাও শট গোলে রাখতে পারেনি কোনও দলই।
৪ মিনিট অতিরিক্ত সময়
প্রথমার্ধের খেলা ৪ মিনিট দীর্ঘায়িত হল। হলুদ কার্ড খাবরাকে। ভালো জায়গায় ফ্রিকিক পেল মোহনবাগান। বুমোসের শট দারুণ সেভ করলেন গিল।
কুলিং ব্রেক
ম্যাচের ফল এখনও ০-০। ৩০ মিনিটে কুলিং ব্রেক দিলেন রেফারিরা।
আবার সুযোগ নষ্ট হুগো বুমোসের
দারুণ আক্রমণ তুলে আনল মোহনবাগান। শট করলেন হুগো। তবে বল বাইরে। প্রায় ২০ গজ দূর থেকে শট বাইরে।
সহজ সযোগ নষ্ট ইস্টবেঙ্গলের
একের পর এক সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের। গোল করতে ব্যর্থ লাল-হলুদ। দারুণ সুযোগ তৈরি করেছিলেন নাওরেম মহেশ সিং। তবে গোল করতে পারলেন না সিভেরিও টোরো। কর্নার থেকেও সুযোগ এসেছিল। তবে গোল হল না।
১১ মিনিটে আক্রমণ ইস্টবেঙ্গলের
ম্যান মার্কিং বিট করে দারুণ সুযোগ এসে গিয়েছিল জর্ডন এলসের সামনে। খাবরার ফ্রি কিক থেকে হেড করলেও বল চলে গেল বিশালের কাছে।
প্রথম থেকেই আক্রমণে মোহনবাগান
অল্পের জন্য বাইরে হুগো বুমোসের শট। দারুণ শুরু করল মোহনবগান সুপার জায়েন্ট।
শুরু হয়ে গেল ম্যাচ
কিক অফ করল ইস্টবেঙ্গল। শুরু হল ম্যাচ।
মাঠে ভিকি কৌশল
মাঠে নেমে ফুটবলারদের সঙ্গে পরিচয় সারলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস।
ডার্বির পরিসংখ্যান
বিভিন্ন টুর্নামেন্ট এবং প্রদর্শনী ম্যাচ মিলিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে দ্বৈরথ হয়েছে ৩৮৫টি। তার মধ্যে ১৩৪টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ১২৬টিতে জিতেছে মোহনবাগান (এটিকে মোহনবাগান-সহ), ড্র হয়েছে ১২৫টি ম্যাচ।
টিফো নিয়ে ঢুকলেন সমর্থকরা
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই টিফো নিয়ে ঢুকে পড়লেন সমর্থকরা।
কারা রয়েছেন দুই দলে?
ইস্টবেঙ্গলের দল- সিভেরিও, বোরহা, নাওরেম মহেশ সিং, সৌভিক চক্রবর্তী, সউল ক্রেসপো, নন্ধাকুমার, মন্দার রাও দেশাই, লালচুংনুঙ্গা, হরমনজ্যোত সিং খাবরা, জর্ডন এলসে, প্রভসুকান সিং গিল।
মোহনবাগান দল- বিশাল কাইত, শুভাশিস বসু, ব্র্যান্ডন হামিল ও আনোয়ার আলি, আশিস রাই, লিস্টন কোলাসো, মাঝে গ্লেন মার্টিন্স ও অনিরুদ্ধ থাপা, মনভির সিং, আর্মান্দো সাদিকু ও হুগো বুমোস।