বড়দের ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগানের (Mohun Bagan) জয়জয়কার। ছোটরা কি পারবে কিয়ান নাসিরিদের (Kiyan Nassiri) বিরুদ্ধে জয় তুলে আনতে? জবাব দেবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম। রিলায়েন্স ফাউণ্ডেশন ডেভেলপমেন্ট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে,আজ দুপুর তিনটেয় মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)।
ইতিমধ্যেই দুই দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। সবুজ মেরুনের হয়ে রিকি স্যাবং-এর পারফরম্যান্স বেশ নজরকাড়া। সঙ্গে নিংগোমবাম এংসন সিং এবং সুহেইল আহমেদ ভাট গোল পেয়েছিলেন প্রথম ম্যাচে। ফলে দলে সিনিয়র দলের মতো জুনিয়র দলে গোল করার লোকের অভাব নেই মোহনবাগানের।
অন্যদিকে লাল হলুদের হয়ে অতুল উন্নিকৃষ্ণণ, জেসিন টিকে এবং শ্যামল বেসরাও দারুণ ফর্মে রয়েছেন। তাছাড়া প্রথম ম্যাচে জোড়া গোল পাওয়া সৌরভ বিশ্বাস আত্মবিশ্বাস জোগাচ্ছে গোটা দলকে। সঙ্গে মহম্মদ রোশাল এবং তুহিন দাসের দিকেও নজর থাকবে। তুহিন এর আগে আইএসএল-এ খেলেছেন। ফলে তাঁর দিকেও আলাদা করে নজর থাকবে।
সবথেকে বড় বিষয় হল, কোনোও দলই এখনও পর্যন্ত ম্যাচ হারেনি। প্রথম ম্যাচে জয় পায় মোহনবাগান এবং দ্বিতীয় ম্যাচে ড্র হয়। অন্যদিকে পরপর দুটি ম্যাচেই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে রয়েছে সবার ওপরে। তবে কেউই এখনও পর্যন্ত ক্লিনশিট রাখতে পারেনি। ফলে বোঝাই যাচ্ছে যে, একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে।
সিনিয়র দলের মতো ইস্টবেঙ্গল জুনিয়র দলেও কিছু চোট সমস্যা রয়েছে, এমনটাই জানিয়েছেন কোচ বিনো জর্জ। তবে তিনি বলেন, "দলে কিছু চোট সমস্যা রয়েছে। কিন্তু ছেলেরা মোহনবাগানের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছে। ওদের উৎসাহ দিচ্ছি সবসময়। আমি আশা করছি ছেলেরা ভালো পারফর্ম করবে।"
সবমিলিয়ে জেলার বুকে ময়দান ডার্বি যে বেশ জমজমাট হতে চলেছে, সেই কথা বলাই বাহুল্য। মোহনবাগান ইতিমধ্যেই আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। শেষ আট সাক্ষাতে আটবারই লাল-হলুদের বড়দের দলকে হারিয়েছেন প্রীতম কোটালরা। কোচ হিসেবে ডাগ আউটে থাকবেন সঞ্জয় সেন। ফলে ম্যাচ বেশ কঠিন হবে লাল-হলুদের জন্য।