Advertisement

Kolkata Derby Mohun Bagan vs East Bengal: শনিবার ডার্বি, 'বেশি কিছু বলার প্রয়োজন নেই,' পাত্তাই দিচ্ছেন না মোহনবাগান কোচ

শনিবারই ডার্বি (Kolkata Derby) ম্যাচে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। ডুরান্ড কাপের এই ম্যাচে জিততেই হবে লাল-হলুদ ব্রিগেডকে। টানা আট ডার্বি হেরে বেশ চাপে ইস্টবেঙ্গল। তার ওপর আবার ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতের দলকে।

জুয়ান ফেরান্দো ও ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2023,
  • अपडेटेड 2:41 PM IST

শনিবারই ডার্বি (Kolkata Derby) ম্যাচে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। ডুরান্ড কাপের এই ম্যাচে জিততেই হবে লাল-হলুদ ব্রিগেডকে। টানা আট ডার্বি হেরে বেশ চাপে ইস্টবেঙ্গল। তার ওপর আবার ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতের দলকে।


অন্যদিকে কলকাতা লিগ এবং ডুরান্ডে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে প্রতিপক্ষকে সেভাবে গুরুত্বই দিতে নারাজ মোহনবাগান হেডকোচ জুয়ান ফেরান্দো। পঞ্জাব এফসিকে ২-০ গোলে হারিয়ে মোহনবাগান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁরা সব জিততে চান। ডার্বি, এএফসি কাপ জেতার পাশাপাশি ডুরান্ড কাপও ঘরে তুলতে চান। ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বিকে সবসময়ই আলাদা গুরুত্ব দেন যে কোনও দলের কোচ। তবে এদিন জুয়ান বলেন, ‘আমরা সব ম্যাচেই জেতার কথা ভেবেই খেলতে নামছি। কলকাতা লিগে ডেভেলপমেন্ট টিম খেলছে। আর সামনে এএফসি কাপ থাকায়, ডুরান্ডেও দুই দলকে মিশিয়ে খেলাতে হচ্ছে। তবে দারুণ খেলছে ছেলেরা।‘


সমর্থকদেরও বার্তা দিয়েছেন জুয়ান। তিনি বলেন, ‘আমি জানি সমর্থকদের জন্য, ক্লাবের জন্য ডার্বির একটা আলাদা গুরুত্ব রয়েছে, আমরা ব্যাপারটা দেখব। তবে আমার মনে হয় না এই ডার্বি নিয়ে বেশি কথা বলার খুব একটা প্রয়োজন রয়েছে।‘ কিশোর ভারতীতে মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল হেডকোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর দলই ডার্বির আগে তাঁকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে। ৮৬ মিনিট পর্যন্ত তারা ২-০ ফলে এগিয়ে ছিল। সেখান থেকেও ২-২ ড্র একেবারেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। স্বাভাবিকভাবে এই ড্র দল এবং সমর্থকদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও আঘাত হেনেছে।


অবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে লাল-হলুদ সমর্থকরা যুবভারতীতে দলের খেলা দেখতে আসবেন কিনা তা নিয়েই ধন্ধে ক্লাব কর্তারা। ডার্বির আগেই দলের ফাঁক ফোকর বন্ধ করতে তৎপর ইস্টবেঙ্গল কোচ। ডুরান্ড কাপে মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে ভালোভাবে চিনে নিতে চাইছেন কুয়াদ্রাত। মোহনবাগানকে নিয়ে হোমওয়ার্ক করে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। আর সেই লক্ষ্যেই সম্ভবত তিনি এদিন উপস্থিত হলেন কিশোর ভারতীতে।  
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement