Advertisement

Kolkata Derby: শুরু ISL-এর প্রথম ডার্বির টিকিট বিক্রি, দাম কত, কীভাবে কাবেন?

শুরু হয়ে গেল আইএসএল-এর প্রথম ডার্বির টিকিট বিক্রি। ৫ অক্টোবোর আইএসএল-এ মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও মহমেডান স্পোর্টিং (Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting)। সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হতে চলা এই ডার্বি (Kolkata Derby) ম্যাচের টিকিট বিক্রি শুরু হল শুক্রবার রাত থেকে। টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা। সর্বোচ্চ দাম ২৫০০ টাকা। সেক্ষেত্রে ভিআইপি বক্সে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা।   

মহমেডান ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2024,
  • अपडेटेड 10:33 PM IST

শুরু হয়ে গেল আইএসএল-এর প্রথম ডার্বির টিকিট বিক্রি। ৫ অক্টোবোর আইএসএল-এ মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও মহমেডান স্পোর্টিং (Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting)। সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হতে চলা এই ডার্বি (Kolkata Derby) ম্যাচের টিকিট বিক্রি শুরু হল শুক্রবার রাত থেকে। টিকিটের সর্বনিম্ন দাম ৫০ টাকা। সর্বোচ্চ দাম ২৫০০ টাকা। সেক্ষেত্রে ভিআইপি বক্সে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা।   


বুক মাই শো অ্যাপ বা ওয়েবসাইট থেকে কাটতে পারবেন এই ম্যাচের টিকিট। এ২ স্ট্যান্ডে থাকবেন মোহনবাগান সমর্থকরা। আর ডি২ স্ট্যান্ডে থাকবেন মহমেডান সমর্থকরা। দুই দলই দারুণ ছন্দে রয়েছে। ফলে এই ডার্বি ঘিরে উন্মাদনা যে বাড়বে তা বলাই যায়। কারণ, আই লিগ জিতে এবারেই আইএসএল-এ খেলতে এসে চমক দিয়েছে সাদা-কালো শিবির। চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। আর অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালের প্রতিশোধ নিয়েছেন হোসে মলিনার দল। ফলে ম্যাচ যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা বলাই যায়। 


এর মধ্যেই শনিবার অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। বেঙ্াালুরুর বিরুদ্ধে এঈ ম্যাচ খেলার পর ার এফসি কাপ খেলতে যেতে হবে মোলিনার দলকে। তারপরেই এই ডার্বি। তাই সূচি নিয়ে খুশি নন মোহনবাগান কোচ। বেঙ্গালুরু ম্যাচের আগে সে কথা প্রকাশ্যেই জানিয়েছেন তিনি। অন্যদিকে দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস নিজের খেলায় খুশি হতে পারছেন না। গত মরসুমে ১০ গোল করলেও, এবার স্কোর শিটে এখনও তাঁর নাম ওঠেনি। দলের ডিফেন্সও চিন্তায় রাখছে কোচকে। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে ক্লিন শিট রেখে জিততে চাইবেন তিনি।

মহমেডানের অ্যালেক্সিস দারুণ ছন্দে। যে কটা ম্যাচ খেলেছেন তিনি বারবার ঞ্জর কেড়েছেন। দূর থেকে শট হোক বা ঠিক গোলের রাস্তা খুঁজে নেওয়া সাদা-কালো শিবিরের নয়নের মনি এখন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তাই ডার্বিতে তাঁর দিকেও নজর থাকবে। এই ম্যাচের আগে টানা বিশ্রাম পাবেন আন্দ্রে চেরনিশভের ছেলেরা।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement