হাতে আর মাত্র ৩ দিন। মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby) ম্যাচে মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট (Emami East Bengal vs Mohun Bagan Super Giant)। কলকাতা লিগের (Kolkata League) এই ম্যাচ হবে যুবভারতীতেই। ডার্বি ম্যাচের টিকিট বিক্রি (Kolkata Derby Ticket) এখনও শুরু হয়নি। তবে জানা যাচ্ছে, অফলাইনে নয়, অনলাইনেই পাওয়া যাবে বড় ম্যাচের টিকিট। তবে কবে থেকে এই টিকিট কাটতে পারবেন সাধারণ সমর্থকরা? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
টিকিটের দাম কত?
সাধারণ সমর্থকদের কথা ভেবে ডার্বির টিকিটের (Kolkata Derby Tickets) দাম ১০০ ও ১৫০ টাকা করা হচ্ছে। আর ভিআইপি ও ভিভিআইপি-র জন্য টিকিটের দাম ধার্য করা হচ্ছে ৫০০ ও ১২০০ টাকা। কবে থেকে টিকিট দেওয়া শুরু হবে তা নিয়ে অপেক্ষায় সমর্থকরা।বুধবার বিকেল থেকেই অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম পেটিএম-ইনসাইডারে পাওয়া যাবে টিকিট।
ইতিমধ্যেই ডুরান্ডের (Durand Cup 2024) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৩১ আগস্ট। গত বছর শুধু গ্রুপ পর্বে নয়, এই টুর্নামেন্টের ফাইনালেও ডার্বি দেখেছেন ফুটবলপ্রেমীরা। এবারের ডুরান্ডেও একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ডার্বি ম্যাচ হচ্ছে ১৮ আগস্ট। যদিও তার মধ্যে এসিএল ২-এর জন্য মাঠে নামবেন লাল-হলুদ ফুটবলাররা। ১৪ আগস্ট তাঁদের প্রতিপক্ষ তুর্কেমেনিস্তানের ক্লাব এফকে আলতাইন আসির। এ সব কিছুর আগেই কলকাতা লিগে দেখা টক্কর দুই প্রধানের।
দারুণ ছন্দে ইস্টবেঙ্গল
কলকাতা লিগে ভাল ছন্দে রয়েছে লাল-হলুদ ক্লাব। দুই ম্যাচের দুটিতেই বেশ বড় ব্যবধানে জিতেছে বিনো জর্জের ছেলেরা। দুই ম্যাচ মিলিয়ে ১০ গোল করে ফেলেছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা। বাঙালি কোচ বাস্তব রায়ের জায়গায় দেগি কার্ডজো এখনও দলকে একটাও ম্যাচ জেতাতে পারেননি। দুই ম্যাচের দুটিতেই ড্র করতে হয়েছে। রেনবোর বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থেকেও ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মোহনবাগানকে।