তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনেই ডার্বি ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতা ডার্বির দিনে ব্রিগেডের সভা হওয়ায় সমস্যা হতে পারে নিরাপত্তা নিয়ে। সেই কারণে ডার্বি ম্যাচ পিছিয়ে দেওয়া হতে পারে বলেই আশঙ্কা করতে শুরু করে দেন ফুটবলপ্রেমীদের একাংশ। পাশাপাশি জল্পনা শুরু হয়ে যায়, কলকাতা নয়, ডার্বি অনুষ্ঠিত হতে পারে ভুবনেশ্বরে। যদিও এই ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব বেশ আশাবাদী এই ডার্বি আয়োজনের ব্যাপারে।
ডার্বি ম্যাচ দেখতে যুবভারতী ভরবে না তা হতেই পারে না। তৃনমূল সমর্থকরাও ডার্বি ম্যাচ মাঠে এসে দেখতে পারবেন। কারণ, সকাল ১১টায় শুরু হবে ব্রিগেড সমাবেশ। আর অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় হবে ডার্বি। আর সেটাই আশা জাগাচ্ছে লাল-হলুদ কর্তাদের। তবে কীভাবে এই ডার্বি আয়জন করা হবে তা নিয়ে সোমবার ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়েন এফসি ম্যাচের পর বৈঠকে বসবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রবিবারই ঘোষণা করা হয়, ১০ মার্চ 'জনগর্জন সভা' হবে। এবারের আইএসএল-এ প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। এই মরসুমে বারেবারেই টান টান উত্তেজনা দেখা গিয়েছে এই ডার্বি ম্যাচে। ফলে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যে চড়বে তা বলাই যায়।
এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে বারেবারে সরব হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে একটার পর একটা প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলে চলেছে তৃণমূল। কলকাতা থেকে দিল্লিতে ধরনায় বসেছেন দলের নেতৃত্ব। সেই ইস্যুতেই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে রাজ্যের শাসক দল।
পাশাপাশি বাঙালির রক্তে ফুটবল। আর সেটা যদি হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি ম্যাচ। তবে একই সঙ্গে দুই বড় ইভেন্ট থাকায় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে। তা নিয়ে আশঙ্কা রয়েছে। যদিও শাসক দলের কোনও প্রতিনিধিই এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। আইএসএলের প্রথম পর্বের ডার্বির পর থেকে মোহনবাগান নিজেদের দারুণভাবে মেলে ধরেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল কিছুটা হলেও সমস্যায় রয়েছে। আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে মোহনবাগান লিগ-শিল্ড জেতার স্বপ্ন দেখছে। ইস্টবেঙ্গল চাইছে প্রথম ছয়ে শেষ করে অন্তত প্লে-অফ নিশ্চিত করতে। তবে ডার্বির আগে মোহনবাগানকে যেখানে খেলতে হবে মাত্র একটা ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গলকে তিনটি ম্যাচ খেলতে হবে। যার মধ্যে প্রথম চারে থাকা ওড়িশা এবং গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে। এই মুহূর্তে মোহনবাগান পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে। ইস্টবেঙ্গল নবম স্থানে।