লখনউ সুপার জায়েন্টেসের (Lucknow Super Giants) সবুজ-মেরুন জার্সি নিয়ে শুরু হল বিতর্ক। আর তার জেরেই সরিয়ে দিতে হল এই জার্সি সংক্রান্ত সমস্ত পোস্ট। আইপিএল-এর (IPL 2023) গভর্নিং কাউন্সিলের কাছে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এমনটাই খবর সূত্রের।
কী অভিযোগ কেকেআর-এর
কলকাতা নাইট রাইডার্স লখনউ-এর এমন আচরণে বেশ ক্ষুব্ধ। যদিও প্রকাশ্যে তাঁরা মুখ খোলেননি। তবে সূত্রের খবর, কেকেআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল-এর দলগুলি তাদের নিজেদের শহরের কিছু প্রচার করার জন্য নিজেদের পরিচিত জার্সি ছাড়া অন্য জার্সি পরে খেলতে নামে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) সবুজায়নের বার্তা দিতে সবুজ রঙের জার্সি পরে নামে। তবে লখনউ-এর ক্ষেত্রে ব্যাপারটা একেবারে আলাদা। অন্য শহরের ফুটবল দলের প্রচার করতে এমন জার্সি পরে মাঠে নামতে চাইছেন ক্রুনাল পান্ডিয়ারা। এমনটাই অভিযোগ কেকেআর-এর।
আরও পড়ুন: KKR-র বিরুদ্ধে মোহনবাগান জার্সিতে লখনউ, দেখুন কেমন লাগছে ক্রুণালদের
পাশাপাশি আরও একটা অভিযোগ করেছে কেকেআর। তাদের দাবি, বৃহস্পতিবারের প্রেস কনফারেন্স-এ মোহনবাগানের জার্সি উন্মোচনের পাশাপাশি আপামর কলকাতাবাসীর সমর্থন চেয়েছেন লখনউ কর্তারা। আর এমন আবেদন স্বার্থের সংঘাতের সামিল।
আরও পড়ুন: RCB-র জয়ে আরও চাপে KKR, কীভাবে খুলবে প্লে অফের দরজা?
সবুজ-মেরুন জার্সি পরে নামতে পারবেন ক্রুনালরা?
জার্সি পরে নামতে কোনও জটিলতা নেই। তবে অবশ্যই সেই জার্সি নিয়ে প্রচার করতে পারবে না লখনউ সুপার জায়েন্টস। এমনটাই নাকি জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল-এর পক্ষ থেকে। প্লে অফে যাওয়ার ক্ষেত্রে একই অবস্থায় কলকাতা নাইট রাইডার্স ও লখনউ। কোনও দলই শেষ চারে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। ফলে শনিবারের ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইডেনে এই ম্যাচে জিতে প্লে অফে যেতে মরিয়া দুই দলই।
এই ম্যাচের আগে নিজেদের সবুজ-মেরুন জার্সি উদ্বোধন করল লখনউ। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হল, এবার থেকে ইডেনে খেলতে এলে এই জার্সি পরেই নামবেন ক্রুনাল পান্ডিয়ারা।