Advertisement

KKR Academy: বাংলা থেকে ভবিষ্যতের তারকা তুলে আনতে অ্যাকাডেমি গড়ছে KKR

দুই বছর পর আগামী আইপিএল মরশুমে নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে কেকেআর। আর তাই নিয়ে উচ্ছ্বসিত কেকেআর ক্রিকেটাররা। নাইটদের দলের সদস্য রিঙ্কু সিং বলেন, ''সত্যি খুব ভালো লাগছে দুই বছর পরে ঘরের মাঠে ইডেনে খেলতে পারব বলে। ইডেনের দর্শকদের সামনে খেলা আমাদের দলের কাছে সবসময় স্পেশাল মুহূর্ত।''

কেকেআর অ্যাকাডেমিকেকেআর অ্যাকাডেমি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2022,
  • अपडेटेड 11:42 PM IST
  • অ্যাকাডেমি গড়ছে KKR
  • বাংলা থেকে ক্রিকেটার তুলে আনাই লক্ষ্য

বাংলার প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেয় না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এমন অভিযোগ বহুদিনের। তবে সেই সমস্যার সমাধান করতে কলকাতায় অ্যাকাডেমি গড়তে চলেছে কেকেআর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় এই অ্যাকাডেমি তৈরি কাজ শুরু করে দিল শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। বৃহস্পতিবার ইডেনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নাইট রাইডার্সের দুই ক্রিকেটার রিঙ্কু সিং ও নীতিশ রানা।। উপস্থিত ছিলেন দলের মেন্টর অভিষেক নায়ার।

ইডেনে আইপিএল খেলার অনুভুতি আলাদা 

দুই বছর পর আগামী আইপিএল মরশুমে নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে কেকেআর। আর তাই নিয়ে উচ্ছ্বসিত কেকেআর ক্রিকেটাররা। নাইটদের দলের সদস্য রিঙ্কু সিং বলেন, ''সত্যি খুব ভালো লাগছে দুই বছর পরে ঘরের মাঠে ইডেনে খেলতে পারব বলে। ইডেনের দর্শকদের সামনে খেলা আমাদের দলের কাছে সবসময় স্পেশাল মুহূর্ত।''

আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কেকেআর

গত দুই মরশুমে ব্যাটিং ব্যর্থতায় বারবার ডুবতে হয়েছে কেকেআর-কে। এই বিষয় নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে বলে জানালেন রিঙ্কু। তিনি বলেন, '' হ্যা এই কারণ নিয়ে দলও চিন্তিত। তবে আমরা ভালো পারফরমেন্স করেছি সাধ্যমত আশা করি আগামী দিনেও ভালো করবো।''

ভারত-পাকিস্তান (India vs Pakistan) এশিয়া কাপের ম্যাচে রোহিত শর্মাদেরকেই (Rohit Sharma) ফেবারিট হিসেবে ধরছেন আরেক নাইট তারকা রিঙ্কু সিং। তবে টি২০ বিশ্বকাপে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে ধরছেন তিনি। 

ভবিষ্যতের তারকা তুলে আনতে কলকাতায় অ্যাকাডেমি 

মেগা নিলামে দীনেশ কার্তিককে দলে নিতে না পারার আক্ষেপ যাচ্ছে না কেকেআর-এর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত মরশুমে দারুণ খেলার কারণে, ভারতীয় দলে ফের সুযোগ পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। অভিষেক নায়ার এই প্রসঙ্গে বলেন, ''আমরা যে ওকে নিতে চাইনি এমনটা নয়, তবে নিলামে সমস্ত কিছু হাতে থাকে না। বাধ্য হয়েই ওকে ছাড়তে হয়। ও আমাদের দলের সদস্য ছিল। তাই ওকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।'' ভবিষ্যতের দীনেশ কার্তিকদের তৈরি করার জন্যই যে অ্যাকাডেমি গড়তে চাইছে কেকেআর সে কথাও জানিয়ে দিলেন নায়ার।         

Advertisement
Read more!
Advertisement
Advertisement