Advertisement

Emami East Bengal: ইনভেস্টরের সঙ্গে যোগাযোগই নেই, CFL-এ ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী?

রবিবারই কলকাতা লিগের (Kolkata League) ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। মহামেডান-মোহনবাগান আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল (Emami East Bengal) এখনও অন্ধকারে। ১০ জুলাই প্রথম ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ শিবির। তবুও দলের সম্পর্কে কোনও খবরই জানেন না ক্লাব কর্তারা।

ইস্টবেঙ্গল দল (ফাইল চিত্র)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2023,
  • अपडेटेड 11:47 AM IST

রবিবারই কলকাতা লিগের (Kolkata League) ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। মহামেডান-মোহনবাগান আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল (Emami East Bengal) এখনও অন্ধকারে। ১০ জুলাই প্রথম ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ শিবির। তবুও দলের সম্পর্কে কোনও খবরই জানেন না ক্লাব কর্তারা।

প্রকাশ্যে এই ব্যাপারে এখনও ক্ষোভ উগরে দেননি কোনও কর্তাই। তবে ক্ষোভ যে রয়েছে তা জানা যাচ্ছে। ইনভেস্টর ইমামি কীভাবে কলকাতা লিগের দল সাজাচ্ছে তা নিয়ে ধোঁয়াশায় ক্লাব কর্তারা। এক কর্তা জানান, ‘ক্লাবের ফোল খারাপ হলে সমর্থকদের রোষের মুখে পড়তে হবে ক্লাব কর্তাদের। ইনভেস্টরদের সঙ্গে কোনও যোগাযোগই করা যাচ্ছে না।‘ ঠিক ছিল, প্রতি মাসেই প্রথম সপ্তাহে বোর্ড মিটিং হবে। তবে গত কয়েকনাসে কোনও মিটিং হয়নি। ক্লাবের পক্ষ থেকেও নাকি যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তবে কথা হয়নি। এর জেরেই উদ্বিগ্ন ক্লাব কর্তারা।

এমনকি কী ভাবে অনুশীলন করছে বিনো জর্জের দল, তাও জানেন না কর্তারা। শোনা যাচ্ছে, গোলরক্ষক ও সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে সমস্যা রয়েছে। ইতিমধ্যেই ফুটবলারদের নিয়ে পরিকল্পনা করে অনুশীলনে নেমে পরেছেন বাস্তব রায়ের মোহনবাগান ও মেহেরাজউদ্দিন ওয়াডুর মহামেডান। সেখানে এখনও ঠিকভাবে প্রস্তুতি শুরু হয়নি ইস্টবেঙ্গলে।

কবে নামবে তিন প্রধান?
তিন প্রধান ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) এবং মহমেডানেরও (Mohammedan Sporting) প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথমে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। ৫ জুলাই তাদের প্রথম ম্যাচ পাঠচক্রের বিরুদ্ধে। নৈহাটির স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ। পরের দিন, অর্থাৎ ৬ জুলাই মাঠে নামবে সাদা-কালো শিবির। নিজেদের মাঠে তাদের ম্যাচ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ। ১০ জুলাই প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। নিজেদের ঘরের মাঠে তাদের ম্যাচ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল মাঠে সেই ম্যাচটিও শুরু হবে দুপুর সাড়ে ৩টে থেকে। 

Advertisement

দ্বিতীয় রাউন্ডে ১২ জুলাই প্রথম ম্যাচে নামবে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। ব্যারাকপুর স্টেডিয়ামে খেলা হবে সেই ম্যাচ। সেই দিনই মহামেডান মাঠে সাদা-কালো শিবিরের বিরুদ্ধে নামবে ক্যালকাটা স্পোর্টিং ক্লাব। এই দুই ম্যাচই হবে দুপুর সাড়ে তিনটের সময়। ইস্টবেঙ্গল ১৩ জুলাই দ্বিতীয় রাউন্ডে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল মাঠে খেলা হবে এই ম্যাচ।   
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement