Advertisement

Kunal Ghosh Tweet On East Bengal: 'IFA কি ইস্টবেঙ্গলের অভিভাবক...' লাল-হলুদকে কটাক্ষ করতে গিয়ে 'ভুল তথ্য' দিলেন কুণাল?

কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে বিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। সেই অভিযোগ সত্যি হওয়ায় মঙ্গলবার ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট দিয়ে দেয় আইএফএ। আর তা নিয়েই ক্ষুব্ধ মোহনবাগান কর্তা কুণাল ঘোষ। এই সিদ্ধান্তের ফলে ইস্টবেঙ্গলের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে ভুল করে বসেন কুণাল। ১ নয় অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি-র থেকে ২ পয়েন্টে এগিয়ে ইস্টবেঙ্গল।

কুণাল ঘোষ ও ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 6:17 PM IST

কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে বিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। সেই অভিযোগ সত্যি হওয়ায় মঙ্গলবার ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট দিয়ে দেয় আইএফএ। আর তা নিয়েই ক্ষুব্ধ মোহনবাগান কর্তা কুণাল ঘোষ। এই সিদ্ধান্তের ফলে ইস্টবেঙ্গলের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে ভুল করে বসেন কুণাল। ১ নয় অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি-র থেকে ২ পয়েন্টে এগিয়ে ইস্টবেঙ্গল।

কেন ক্ষুব্ধ কুণাল?
আইএফএ-এর নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ৯০ মিনিটের জন্য মাঠে ৪ জন করে ‘ভূমিপুত্র’ খেলাতে হবে। তবে ইস্টবেঙ্গলের (East Bengal) অভিযোগ তাঁদের বিপক্ষে ম্যাচে সেই নিয়ম মানেনি মহমেডান এসসি। এই নিয়ে গতকাল আইএফএ-এর ডিসিপ্লিনারি কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় আইএফএ-এর নিয়ম লঙ্ঘন করেছে মহমেডান। তাই ম্যাচের সম্পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হয় লাল-হলুদ ব্রিগেডকে। তবে এক্ষেত্রে আবেদন করতে হয় ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যে। এক্ষেত্রে তা হয়নি। সেই কারণে ইতিমধ্যে আইএফএ ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর কথা জানিয়েছন মহমেডান (Mohammedan SC) কর্তারা। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানাতে নজির বিহীন সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান শিবির। আসন্ন আইএফএ শিল্ডে অংশ নেবে না তারা।

এবার এই ঘটনা প্রসঙ্গে নিজস্ব এক্স হ্যান্ডেলে আইএফএকে খোঁচা দিয়ে পোস্ট করলেন মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি লিখেছেন, 'IFA কি বাংলার ফুটবলের অভিভাবক, নাকি শুধু ইস্টবেঙ্গলের অভিভাবক? মহমেডান স্পোর্টিংয়ের যুক্তি না শুনে কেন ইস্টবেঙ্গলকে গায়ের জোরে ৩ পয়েন্ট দেওয়া হল? ওদের চ্যাম্পিয়ন করাতে চক্র সক্রিয়। কারণ এর ফলে ডায়মন্ডহারবারের থেকে ১ পয়েন্টে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল (আগে ৪১, এখন ৪৪) ৪ পয়েন্টে এগিয়ে গেলো। এই IFA-তে পুরো বদল দরকার। তিনচারজন মিলে দিনের পর দিন এই একতরফা কাজটা চালাচ্ছে। এসব বন্ধ হোক।' তবে কুণাল এই ট্যুইটে ভুল তথ্য দিয়েছেন। আসলে ইস্টবেঙ্গল এগিয়ে ২ পয়েন্টে। ১ নয়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement