আরও তিন ফুটবলারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সুমিত পাসি (Sumeet Passi), কমলজিত সিং (Kamaljit Singh), লালচুংনুঙ্গাকে (Lalchungnunga) সই করাল লাল-হলুদ ক্লাব। বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন সুমিত। বৃহস্পতিবার তাঁকে সই করানোর কথা ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল। আগেই ১৩ জন ভারতীয় ফুটবালারের নাম ঘোষণা করেছিল তাঁরা। তবে এখনও বিদেশি ফুটবলার কাউকে সই করায়নি তাঁরা।
সই করলেন সুমিত পাসি
ভিপি সুহেরের পাশাপাশি সুমিতকে ভেবেই দল সাজাচ্ছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ভারতীয় দলের হয়ে আট ম্যাচে তিন গোল রয়েছে তাঁর। অ্যারোজ থেকে উঠে আসা এই সেন্ট্রাল ফরোওয়ার্ড খেলেছেন স্পোর্টিং ক্লাব ডি গোয়ার জার্সিতেও। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামসেদপুর এফসি-তে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আই লিগে ডিএসকে শিবাজিয়ান্স দলেও খেলেছেন তিনি। চার মরশুম রাউন্ডগ্লাসে খেলছেন তিনি। ২২টি ম্যাচ খেলে ফেলেছেন মাত্র দুটি গোল করেছেন। তবে এই কয়েক বছরে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। দলে বিদেশি স্ট্রাইকাররা থাকায়। স্ট্রাইকার ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন তিনি। লেফট ব্যাক বা রাইট ব্যাক খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
আরও এক গোলরক্ষককে দলে নিল ইমামি ইস্টবেঙ্গল
কমলজিৎ সিংকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। ২৬ বছর বয়সী এই গোলরক্ষক এর আগে খেলেছেন ওড়িশা এফসিতে। এই দলের হয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন কমলজিৎ। ওড়িশার হয়ে দুটি পেনাল্টি বাচিয়েছেন তিনি। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন কমলজিৎ। ওড়িশা ছাড়াও হায়দরাবাদ এফসি ও এফসি পুনের সিটির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
লালচুংনুঙ্গাকে দলে নিল ইমামি ইস্টবেঙ্গল
২১ বছর বয়সী তরুণ ডিফেন্ডারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। এর আগে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসি, আইজল এফসি-র হয়ে খেলেছিলেন লালচুংনুঙ্গা। ডেকানে ১৭টি ম্যাচ খেলেছেন লালচুংনুঙ্গা। প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে খেলতে দেখা যাবে তাঁকে।
বিদেশি ফুটবলার সই করানি ইমামি ইস্টবেঙ্গল
কিছুদিনের মধ্যেই শুরু হবে যাবে মরশুম। তবুও কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। কথাবার্তা চললেও এখনও বিদেশিরা সই করে অনুশীলনে না নামায় চিন্তায় রয়েছেন লাল-হলুস সমর্থকরা। তবুও কর্তারা জানিয়েছেন, তাঁরা ভাল দল গড়তে বদ্ধপরিকর। ডুরান্ড কাপের আগে কী দলে আসবেন কোনও বিদেশি? নাকি স্বদেশী ফুটবলারদের দিয়েই ডুরান্ড খেলবে লাল-হলুদ ক্লাব তা নিয়ে চিন্তায় সমর্থকরা।